তানভিরদের সৃষ্টি ঘরোয়া ক্রিকেট থেকেই

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান ভালো এবং স্বচ্ছ না হলে আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশী আম্পায়ারদের উন্নতির চাবিকাঠি খুঁজে পাওয়া কঠিন বলে মনে করছেন বিসিবির আম্পায়ার্স চিফ কোচ এনামুল হক মনি।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন,
'আপনি যদি ভালো অনুশীলন করতে না পারেন, পরিচ্ছন্নভাবে ম্যাচ পরিচালনা করতে না পারেন, তাহলে তো উন্নতি হবে না। আমাদের ঘরোয়া ক্রিকেটে যেসব বাধা আছে সেগুলো অতিক্রম না করা হলে তার প্রভাব পড়বেই।'

উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে বরাবরই প্রশ্ন উঠে আম্পায়ারিংয়ের মান নিয়ে। প্রিমিয়ার লীগে দেশের বিভিন্ন ক্লাবের দাপটে অনেক সময়ই বিতর্কিত আম্পায়ারিং করতে বাধ্য হন আম্পায়াররা।
আম্পায়ারদের দাপটে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে দেখা যায় কিছু কিছু দলকে। এমন ঘটনা বারবারই এসেছে গণমাধ্যমে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেখা যায়নি সংশ্লিষ্টদের।
আর এরই চূড়ান্ত ব্যর্থতা প্রকাশ পেলো গত শনিবারের ম্যাচে। উ??ন্ডিজ বোলার ওশান থমাসের করা টানা দুইটি বলকে নো বলের সিগন্যাল দেন আম্পায়ার তানভির আহমেদ, যদিও ভিডিও রিপ্লে তে দেখা গিয়েছিল লিগ্যাল ছিল বল দুটি।
দেশের অন্যতম সেরা আম্পায়ার মনি মনে করেন, আম্পায়ারকে ম্যাচ পরিচালনার সুস্পষ্ট দিক নির্দেশনা সম্পর্কেও সোচ্চার হওয়া জরুরী।
'একজন আম্পায়ারের কাজ শুধু বল গণনা করা বা আউট হলো কি হলো না সেটা দেখা নয়, বরং এরকম পরিস্থিতিতে সে কিভাবে সামাল দিচ্ছে, নীতিমালা কীভাবে প্রয়োগ করছে - সেটাই তার বিচক্ষণতার পরিচয়। এসব দিয়েই তার যোগ্যতা নিরূপণ করা হয়।'