promotional_ad

আম্পায়ারের ভুলের সমাধান কী?

ছবিঃ- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজের বিপক্ষে টাইগারদের শেষ টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশী আম্পায়ার তানভির আহমেদের বিতর্কিত 'নো বল' নিয়ে ম্যাচের পরদিনও চলছে তুমুল সমালোচনা। আম্পায়ারের এমন ভুলের সমাধান কি, তা নিয়েও চলছে আলোচনা।


এবার এই বিষয়ে মুখ খুলেছেন বিসিবির আম্পায়ার্স চিফ কোচ এনামুল হক মনি। ভুলের সমাধান প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান,


'অধিনায়কের রিপোর্ট করার প্রক্রিয়া গোপনীয়। সে অখুশি হলে অবশ্যই লিখবে। ম্যাচ রেফারিও একটা রিপোর্ট লিখবে। সেটা ঐ আম্পায়ার পাবে, আইসিসিতে যাবে। এরপর সেই অনুযায়ী আম্পায়ার তার উন্নতির জন্য কাজ করবে।'



promotional_ad

প্রসঙ্গত, সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচটিতে টাইগারদের ইনিংসের চতুর্থ ওভারের শেষ বলটি নিয়ে বড় রকমের বিতর্ক সৃষ্টি হয়েছিল। ওশান থমাসের শর্ট লেন্থের বলটি স্ট্রাইকে থাকা লিটন দাস তুলে মারতে গিয়েছিলেন।


ঠিক মতো ব্যাটে বলে না হওয়ায় মিড অফে ফিল্ডারের হাতে ক্যাচ হয়ে গিয়েছিল। কিন্তু আম্পায়ার তানভির আহমেদ নো বলের সিগনাল দেন। এরপর বড় পর্দায় দেখা যায় থমাসের বুটের কিছু অংশ দাগের ভেতরে রয়েছে।


ফলে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে আপত্তি করেন ক্যারিবিয়ান অধিনায়ক ব্র্যাথওয়েট। নিয়ম অনুযায়ী বলটি নো হওয়ার কোনো কারণ ছিল না। উইন্ডিজ দলের খেলোয়াড়রা সম্মিলিতভাবে আপত্তি জানালে সিদ্ধান্ত চলে যায় থার্ড আম্পায়ারের কাছে। খেলাও বন্ধ ছিল দশ মিনিট। 


অবশ্য এমন ঘটনার পরেও স্বদেশী আম্পায়ারের পক্ষেই কথা বলেছেন মনি। এমন ঘটনায় আম্পায়ারের আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতার অভাবকেই দায়ী করছেন তিনি। এই সিরিজে অভিষিক্ত আম্পায়ার কে নিয়ে তিনি জানান, 



'এ দুজন মাত্রই আইসিসি প্যানেলে ঢুকেছে। তানভীরের এই সিরিজেই অভিষেক হলো। হয়তো বাংলাদেশে তারা অভিজ্ঞ, কিন্তু আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। ম্যাচে দিবারাত্রির ইস্যু ছিল। তাছাড়া এটি গুরুত্বপূর্ণ সিরিজ নির্ধারণী ম্যাচ। চাপ ছিল অনেক।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball