স্টেইনের সামনে ইতিহাস তৈরির সুযোগ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট উইকেটের তালিকায় দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী অলরাউন্ডার শন পোলককে আগেই ছুঁয়েছেন দেশটির বর্তমান সেরা পেসার ডেল স্টেইন। এবার পোলককে ছাড়িয়ে যাওয়ার মিশনে নামছেন তিনি। পোলককে ছাড়িয়ে গেলে স্টেইন হবেন আফ্রিকার সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি।
আগামী ২৬ই ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচেই পোলককে ছাড়িয়ে যেতে পারেন স্টেইন।

আপাতত দুজনের টেস্ট উইকেট সংখ্যা ৪২১ টি। তবে উইকেটগুলো পেতে পোলক খেলেছিলেন ১০৮টি টেস্ট ম্যাচ। সেখানে স্টেইনের লেগেছে মাত্র ৮৮টি ম্যাচ।
অবশ্য পোলককে আগেই ছাড়িয়ে যেতে পারতেন স্টেইন। ইনজুরির কারণে গত তিন বছরে মাত্র ছয়টি টেস্ট খেলেছেন তি???ি। চলতি বছরের জুলাইতে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমে পোলককে ছুঁয়েছিলেন তিনি।
এবার পাকিস্তানের বিপক্ষেও খেলতে দেখা যাবে তাঁকে। তবে পাকিস্তানের বিপক্ষে ইনিংসের শুরুতে কাগিসো রাবাদার সঙ্গে নিশ্চিতভাবেই বোলিং করতে দেখা যাবে স্টেইনকে।
কেননা ভারনন ফিল্যান্ডার এবং লুঙ্গি এনগিদি দুজনই ইনজুরিতে পড়েছেন। উল্লেখ্য, ইনজুরির কারণে বিভিন্ন সময়ে মাঠের বাইরে থাকা স্টেইন গত কয়েক বছরে ফাস্ট বোলিং থেকে কিছুটা দূরে সরে এসেছেন। প্রায় সময় ইনিংসের তৃতীয় বা চতুর্থ বোলার হিসেবে বল করতে দেখা যায় তাঁকে।