বিবিএলের সিডনি ডার্বি সোমবার

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিগ ব্যাশ ক্রিকেট লীগের (বিবিএল) অষ্টম আসরে মুখোমুখি হতে যাচ্ছে সিডনি থান্ডার এবং সিডনি সিক্সার্স। সিডনি শো গ্রাউন্ড স্টেডিয়ামে সোমবার দিন বাংলাদেশ সময় দুপুর ২.১৫ মিনিটে অনুষ্ঠিত হবে সিডনি ডার্বির লড়াই।
বরাবরই ঐতিহ্যের এই লড়াইয়ের শেষ পাঁচ মোকাবেলায় এগিয়ে আছে থান্ডার। তিনটি ম্যাচে জয় পেয়েছে তাঁরা। অপরদিকে সিক্সার্সের জয় দুটি ম্যাচে।

এবারও উত্তেজনার কমতি হবে না ডার্বির এই ম্যাচে। দল দুটি বরাবরের মতোই শক্তিশালী। শেন ওয়াটসনের নেতৃত্বাধীন থান্ডারে আন্তর্জাতিক তারকাদের মধ্যে আছেন জশ বাটলার, জো রুটদের মতো তারকারা।
অপরদিকে ময়েসিস হেনরিকসের সিক্সার্সের দলে আছেন টম কারান, জো ডেনলির মতো তারকারা। ভারতের সঙ্গে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত সময় পার করায় প্যাট কামিন্স, উসমান খাওয়াজা, ন্যাথান লায়নদের মিস করতে হচ্ছে এই ম্যাচটি।
তাই সাবেক দুই বিবিএল চ্যাম্পিয়নদের দলে বরাবরের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটাররা, এমনটা বলাই যায়। এবারের মৌসুমে এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে দুটি দল, জয়ও পেয়েছে একটি করে।
সিডনি থান্ডার দলঃ- জশ বাটলার (উইকেটরক্ষক), শেন ওয়াটসন (অধিনায়ক), কালাম ফার্গুসন, জো রুট, জেসন সাঙ্ঘা, ড্যানিয়েল সামস, ক্রিস গ্রিন, ন্যাথান ম্যাকএন্ড্রু, গুরিন্দার সান্ধু, স্যাম রেইনবার্ড, ফাওয়াদ আহমেদ, জোনাথন কুক, ম্যাথু গিল্কেস।
সিডনি সিক্সার্স দলঃ- জ্যাক এডওয়ার্ডস, জো ডেনলি, ময়েসিস হেনরিকস (অধিনায়ক), ড্যানিয়েল হিউজেস, জর্ডান সিল্ক, জশ ফিলিপ (উইকেটরক্ষক), টম কারান, স্টিভ ও'কিফ, শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, লয়েড পোপ, ড্যানিয়েল ফলিন্স, জাস্টিন অ্যাভেনডানো।