promotional_ad

ভারসাম্য খুঁজে পেয়েছে বাংলাদেশ

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারের ভারসাম্যপূর্ণ পারফর্মেন্সে জিম্বাবুয়ে এবং উইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের অর্জন অনেক। বাংলাদেশ দলের পারফর্মেন্সে সন্তুষ্ট বোর্ড কর্তারাও। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের পারফর্মেন্স জানান দিচ্ছে ভালো কিছু অপেক্ষা করার আগাম বার্তা।


টপ অর্ডার সমস্যার সমাধান অনেকটাই কাটিয়ে উঠেছে বাংলাদেশ দল। যা দলের জন্য ঘরের মাঠে খেলা দুই সিরিজ আগেও ছিল একমাত্র ভীতির কারণ। লিটন দাস, সৌম্য সরকার সেই ভীতি দূর করেছেন ব্যাটের পারফর্মেন্স দিয়ে। দীর্ঘ পরিসরের ক্রিকেটে জায়গা পেয়েই মান রেখেছেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। বল হাতে দলের চাওয়া পূরণ করেছেন পেস বোলিং অলরাউন্ডার সাইফ উদ্দিন। দুই সিরিজ জুড়েই বল এবং ব্যাট হাতে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পারফর্মেন্স ছিল চোখে পড়ার মতো। সাথে টেস্ট অভিষেকেই নিজের প্রতিভার জানান দিয়েছিলেন তরুণ স্পিনার নাঈম হাসান।



promotional_ad

মিরপুরে সাংবাদিকদের সাথে টানা দুই সিরিজে বাংলাদেশ দলের পাওয়া না পাওয়া নিয়ে কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তাঁর ভাষায়, 'হ্যাঁ অবশ্যই, দুইটা টানা সিরিজে আমরা অনেক কিছু পেয়েছি।


'অনেক তরুণ ক্রিকেটারের ভালো পারফর্মেন্স দেখেছি। একটা ভারসাম্য কিন্তু তৈরি হয়েছে। আমরা খুবই সন্তুষ্ট দলের পারফর্মেন্সে।'


জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে দলের অভিজ্ঞদের পারফর্মেন্সে অসন্তুষ্ট ছিলেন সবাই, কিন্তু পরের টেস্টেই ফর্মে ফিরেছে সিনিয়র ক্রিকেটাররা। যার ধারাবাহিকতা উইন্ডিজদের বিপক্ষে সম্পূর্ণ সিরিজে ধরে রাখতে পেরেছে তাঁরা।



সিনিয়রদের ফর্ম খুঁজে পাওয়া সন্তুষ্ট করছে বোর্ডকে, জানিয়েছেন নান্নু। 'টেস্ট ক্রিকেটে অভিজ্ঞ খেলোয়াড়দের ফর্মে কিছুটা ভাটা পড়েছিল, তাঁরা ফর্ম ফিরে পেয়েছে।'


সাথে তরুণদের নজরকাড়া পারফর্মেন্সে দলের ভারসাম্য তৈরি হচ্ছে, যা সামনের দিকে আরও ভালো করতে সাহায্য করবে দলকে, বিশ্বাস প্রধান নির্বাচকের। 'নতুন ও অভিজ্ঞদের এই পারফর্মেন্স অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে কাজে লাগবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball