খেলা থামাতে হলে আঙ্গুল কেটে ফেলতে হবে!

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার ওপেনিং ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চ জানিয়েছেন নিজের আঙ্গুল কেটে ফেললেও ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে (২৬শে ডিসেম্বর) খেলবেন।
পার্থ টেস্টে ভারতীয় পেসার মোহাম্মদ শামির করা বাউন্সারে আঙ্গুলে আঘাত পাওয়ার এই অজি বর্তমানে নিজেকে ফিট হিসেবে দাবি করেছেন।

ভিক্টোরিয়ার এই ক্রিকেটার জানিয়েছেন যেকোনো মূল্যেই তৃতীয় টেস্টে খেলতে প্রস্তুত তিনি। ফিঞ্চ বলেছেন, 'আমি বক্সিং ডে টেস্টে যেকোনো মূল্যে খেলতে চাই। আঙ্গুল কেটে ফেলতে হবে আমাকে থামাতে হলে।'
গত কয়েকদিনে ফিটনেস নিয়ে যথেষ্ট কাজ করেছেন ফিঞ্চ। আপাতত কোনও সমস্যা নেই তাঁর আঙ্গুলে। তাঁর মন্তব্য, 'আমি ব্যাট হাতে অনুশীলন করছি। গত কয়েকদিনে আমি শতভাগ উন্নতি করেছি (আঙ্গুল) বলে মনে হচ্ছে। সবকিছু ঠিকঠাকই আছে।'
পার্থ টেস্টে ভারতকে ১৪৬ রানে পরাজিত করার পর মেলবোর্নেও একই পরিকল্পনা নিয়ে মাঠে নামার চিন্তা করছে অস্ট্রেলিয়া। এই টেস্টে স্লিপে ফিল্ডিং করতে চান ফিঞ্চ।এই প্রসঙ্গে তাঁর ভাষ্য,
'যদি আগামী কয়েকদিনে কিছু পরিবর্তন এসে থাকে, আমরা সেগুলো নিয়ে বসবো এবং আলোচনা করবো। তবে এই মুহূর্তে সবকিছু ঠিকই চলছে এবং আমি স্লিপে ফিল্ডিং করার পরিকল্পনা করছি। পাশাপাশি যেটাই প্রয়োজন হয় সেটাই করবো।'