শীর্ষ উইকেট শিকারি সাকিব

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি টুয়েন্টি সিরিজে বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তিন ম্যাচে ৭.৫২ ইকোনমি রেটে মোট ৮টি উইকেট শিকার করেছেন তিনি।
দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় একাই ৫ উইকেট শিকার করেছিলেন সাকিব। এরপর শেষ টি টুয়েন্টিতে ৩৭ রানে ক্যারিবিয়ানদের ৩ উইকেট তুলে নেন তিনি।

শীর্ষ উইকেট শিকারি বোলারের তালিকার দ্বিতীয়তে অবস্থান করছেন উইন্ডিজ পেসার কিমো পল। ৭.৬৬ ইকোনমি রেটে ৭ উইকেট শিকার করেছেন তিনি। সর্বশেষ ম্যাচে ১৫ রানে ৫ উইকেট তাঁর সেরা বোলিং পারফর্মেন্স।
আরেক ক্যারিবিয়ান পেসার শেল্ডন কট্রেল আছেন তালিকার তিন নম্বরে। ৮.০৮ ইকোনমি রেটে বোলিং করে ৭ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি। যেখানে প্রথম টি টুয়েন্টিতে ২৮ রানে ৪ উইকেট তাঁর সেরা।
এরপর চার এবং পাঁচ নম্বরে রয়েছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুস্তাফিজুর রহমান। তিন ম্যাচে রিয়াদের উইকেট সংখ্যা ৫টি (ইকোনমি রেট ৫.৬৪)। শেষ ম্যাচে ১৮ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি যেটি তাঁর সেরা পারফর্মেন্স এই সিরিজে।
অপরদিকে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও তিন ম্যাচে ৫ উইকেট তুলে নিয়েছেন। তবে তাঁর ইকোনমি রেট ছিলো ১০.৮৮। সিরিজের সর্বশেষ ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।