২০১৯ সালে বাংলাদেশের ম্যাচের সময়সূচী

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ দিয়ে চলতি বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানল বাংলাদেশ দল। ২০১৯ সালে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে বেশ কয়েকটি সিরিজ খেলবে বাংলাদেশ।
ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফর দিয়ে আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে বছর শুরু করবে টাইগাররা। সেই সফরে কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিনটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ।

সিরিজটি চলবে মার্চ পর্যন্ত। এরপরের এক মাসে আর কোন আন্তর্জাতিক ম্যাচ নেই বাংলাদেশের। পরবর্তীতে মে মাসে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে তামিম-সাকিবরা।
যেখানে আয়ারল্যান্ড এবং উইন্ডিজদের নিয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে মাশরাফি বাহিনী। এই সিরিজের পরই ইংল্যান্ড বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়বে মাশরাফি বিন মর্তুজার দল।
বিশ্বকাপ শেষে অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে টাইগাররা। যেখানে অজিদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ টেস্ট এবং দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা।
নভেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ভারতীয়দের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি টি-টুয়েন্টি খেলবে টাইগাররা। ভারত সফর শেষ ডিসেম্বরের শুরুর দিকে শ্রীলঙ্কা সফরে যাবে তারা।
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী বাংলাদেশ। লঙ্কান সিরিজ দিয়েই ২০১৯ সাল শেষ করবে টাইগাররা।