promotional_ad

বক্সিং ডে টেস্টের আগে ইনজুরি দুশ্চিন্তায় ভারত

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার থেকে শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টে ভারতীয় অফ স্পিনার রবীচন্দ্র অশ্বিন এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।


পেটের পেশিতে টান পড়ার কারণে পার্থে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টেও অনুপস্থিত ছিলেন অশ্বিন। পুরোপুরি সুস্থ না হওয়ায় এখন বক্সিং ডে টেস্টেও অনিশ্চয়তার মধ্যে আছেন তিনি। 



promotional_ad

ভারতীয় কোচ রবি শাস্ত্রি অবশ্য জানিয়েছেন অশ্বিনকে আগামী ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের মধ্যে রাখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। এই প্রসঙ্গে শাস্ত্রি গণমাধ্যমে বলেন, 'যেহেতু অশ্বিনকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে, আমরা তাঁকে আগামী ৪৮ ঘন্টা পর্যবেক্ষণের মধ্যে রাখবো।'  


 


এদিকে অশ্বিনের আদর্শ বদলি হিসেবে বিবেচনা করা রবীন্দ্র জাদেজাও ইনজুরিতে ভোগার কারণে দুশ্চিন্তার মুখে পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ায় আসার পর থেকে কাঁধের ইনজুরিতে ভুগছেন জাদেজা। এখনও শতভাগ ফিট হতে পারেননি তিনি। এই প্রসঙ্গে কোচ শাস্ত্রি বলেছেন,  



'অস্ট্রেলিয়ায় আসার চার দিন পর জাদেজার কাঁধে একটি ইনজেকশন দিতে হয়েছে। পুরোপুরি ঠিক হতে আরও কিছু সময় লাগবে তাঁর। পার্থে তাঁকে আমাদের ৭০-৮০ ভাগ ফিট মনে হয়েছিলো এবং সেই কারণে আমরা ঝুঁকি নিতে চাইনি। তবে যদি সে ৮০ ভাগ ফিট থাকে তাহলে সে খেলবে (মেলবোর্নে)। 


উল্লেখ্য অজিদের বিপক্ষে মেলবোর্ন টেস্টে  হানুমা বিহারির পরিবর্তে খেলতে পারেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। পাশাপাশি দলে ফেরার সম্ভাবনা রয়েছে অ্যাডিলেড টেস্টে পিঠের ইনজুরিতে পড়া রোহিত শর্মারও।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball