সিরিজ সেরায় শীর্ষ পাঁচে সাকিব

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ফরম্যাটের ক্রিকেটে সবচেয়ে বেশি সিরিজ সেরা ক্রিকেটার হওয়ার তালিকায় সেরা পাঁচে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। উইন্ডিজদের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ব্যাটে-বলে অসাধারণ পারফর্মেন্স করে সেরা ক্রিকেটার হয়ে তালিকায় চতুর্থ স্থানে এসেছেন তিনি।
এখন অবধি ১১৭ সিরিজ খেলে বিশ্বসেরা এই অলরাউন্ডার সেরা হয়েছেন ১৩ বার। পার করে এসেছেন শ্রীলঙ্কান কিংবদন্তী ক্রিকেটার এবং সাবেক অধিনায়ক সানাথ জয়সুরিয়াকে। যদিও ১৩ বার সিরিজ সেরা হয়েছেন জয়সুরিয়াও, তবে সাকিবের থেকে বেশি সিরিজ খেলেছিলেন তিনি, ১৭৬ সিরিজ।

সবচেয়ে বেশিবার সিরিজ সেরা হওয়ার দিকে শীর্ষে ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকার। ভারতের প্রাক্তন এই ক্রিকেটার ২০ বার সিরিজ সেরা হয়েছিলেন, খেলেছিলেন ১৮৩ সিরিজ।
টেন্ডুলকারের পরেই রয়েছেন আরেক ভারতীয়। ভিরাট কোহলি, ভারতীয় দলের বর্তমান অধিনায়ক ১৫ বার সিরিজ সেরা হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এই তালিকায়। মাত্র ১০৩টি সিরিজ খেলেছেন কোহলি।
কোহলির পরের স্থানটি দক্ষিণ আফ্রিকান সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিসের। তিনিও ১৫ বার সিরিজ সেরা হয়েছিলেন। কিন্তু কোহলি থেকে অনেক বেশি সিরিজ খেলেছিলেন ক্যালিস।
প্রোটিয়া সাবেক এই ক্রিকেটার খেলেছিলেন ১৪৮টি সিরিজ, তাই তালিকায় তৃতীয় স্থানটি তাঁর।