'প্রতারক' শুনতে আপত্তি নেইঃ ব্যানক্রফট

ছবি: ছবি- গ্যাটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
বল বিকৃতি কাণ্ডের মূল হোতা ক্যামেরন ব্যানক্রফট এখন বিশ্ব দরবারে 'প্রতারক' হিসেবে পরিচিত। তবে লোক মুখে এমন সম্বোধন পেতে আপত্তি নেই অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্যানক্রফটের।
নিজের অপরাধে অনুতপ্ত এই অজি ক্রিকেটার সবা মতামতের সম্মান করে যেতে চান। সাথে মানুষের এই উপেক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ক্রিকেট মাঠে নিজেকে আরও মেলে ধরতে চান ২৬ বছর বয়সী ব্যানক্রফট।

‘অনেকেই আপনাকে প্রতারক বলে ডাকবে, কিন্তু এটা ঠিকই আছে। সবসময় সবাইকে ভালবাসতে এবং সম্মান করতে হবে। আপনি তাদেরকে ভালবাসবেন কারণ আপনি তাঁদের ক্ষমা করছেন। অনেকটা আপনি যেমন নিজেকে ক্ষমা করতে যাচ্ছেন। আপনি জানেন আপনি সহজে ক্ষমা পাবেন না, তবে এটা ক্রিকেট দিয়ে আপনাকে প্রমাণ করার উপযুক্ত সময়।'
গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ-টাউন টেস্টে স্যান্ড পেপার হাতে ক্যামেরা বন্দী হয়েছিলেন ব্যানক্রফট। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তখন থেকেই নয় মাসের জন্য নিষিদ্ধ তিনি।
চলতি মাসের শেষের দিকে নিষেধাজ্ঞা কাটছে ব্যানক্রফটের। সাথে সাথেই বিগ ব্যাশে পার্থ স্কোচার্সের সাথে যোগ দিবেন তিনি। পেশাদার ক্রিকেটে ফিরেই যে দর্শকের কথার সম্মুখীন হতে হবে ভালো করেই জানেন ব্যানক্রফট। তাই নিজেকে সেভাবেই মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছেন তিনি।
নিউল্যান্ডের সেই কেলেঙ্কারিতে ১২ মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন অজি সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালের মার্চে নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসবেন তাঁরা।