promotional_ad

অবসরের ঘোষণা দিলেন আমজাদ জাভেদ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আরব আমিরাত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমজাদ জাভেদ।


দেশের হয়ে ১৫টি ওয়ানডে এবং ২২টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা ছিলো ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের। জাতীয় দলে নিজের জায়গা অনিশ্চিত হওয়ার কারণেই হুট করে এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাভেদ।



promotional_ad

এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন কোনও কিছুই এখন তাঁকে অনুপ্রাণিত করছে না জায়গা ফিরে পাওয়ার ক্ষেত্রে। ফলে সরে দাঁড়ানোই উপযুক্ত হিসেবে মনে করেছেন তিনি। এই প্রসঙ্গে জাভেদ বলেছেন,  


'অবসরের ঘোষণা দেয়া কখনোই সহজ কাজ নয়। আপনাকে ??িজেই সিদ্ধান্ত নিতে হবে যে কখন আপনি অবসর নিবেন। বর্তমানে গত দুই বছরের তুলনায় দল বেশ ভালো করছে। আমি দলে জায়গা পাচ্ছি না। এক্ষেত্রে আমাকে কোনও কিছুই অনুপ্রাণিত করছে না অবস্থান ফিরে পাওয়ার জন্য।'  


২০১৪ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে কেনিয়ার বিপক্ষে ৩১ বলে ৬৩ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন জাভেদ। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচটিতে তাঁর কল্যাণেই ১৩ রানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছিলো আরব আমিরাত। সেই ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সেরা হিসেবে আখ্যা দিয়ে সাবেক এই অধিনায়ক বলেছেন,



'২০১৪ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ার ছিলো আমার ক্যারিয়ারের মূল অংশ। সেবার আমরা নিউজিল্যান্ডের মাটিতে কেনিয়ার বিপক্ষে খেলেছিলাম যেখানে আমি ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলাম। আমরা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছি এবং ওয়ানডে স্ট্যাটাস পেয়েছি। এরপর থেকেই আসলে সবকিছু নতুন করে শুরু হয়েছে।'  


সূত্রঃ আইসিসি



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball