অবসরের ঘোষণা দিলেন আমজাদ জাভেদ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আরব আমিরাত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমজাদ জাভেদ।
দেশের হয়ে ১৫টি ওয়ানডে এবং ২২টি আন্তর্জাতিক টি টুয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা ছিলো ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের। জাতীয় দলে নিজের জায়গা অনিশ্চিত হওয়ার কারণেই হুট করে এই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাভেদ।

এক সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন কোনও কিছুই এখন তাঁকে অনুপ্রাণিত করছে না জায়গা ফিরে পাওয়ার ক্ষেত্রে। ফলে সরে দাঁড়ানোই উপযুক্ত হিসেবে মনে করেছেন তিনি। এই প্রসঙ্গে জাভেদ বলেছেন,
'অবসরের ঘোষণা দেয়া কখনোই সহজ কাজ নয়। আপনাকে ??িজেই সিদ্ধান্ত নিতে হবে যে কখন আপনি অবসর নিবেন। বর্তমানে গত দুই বছরের তুলনায় দল বেশ ভালো করছে। আমি দলে জায়গা পাচ্ছি না। এক্ষেত্রে আমাকে কোনও কিছুই অনুপ্রাণিত করছে না অবস্থান ফিরে পাওয়ার জন্য।'
২০১৪ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচে কেনিয়ার বিপক্ষে ৩১ বলে ৬৩ রানের বিধ্বংসী একটি ইনিংস খেলেছিলেন জাভেদ। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সেই ম্যাচটিতে তাঁর কল্যাণেই ১৩ রানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছেড়েছিলো আরব আমিরাত। সেই ম্যাচটিকে নিজের ক্যারিয়ারের সেরা হিসেবে আখ্যা দিয়ে সাবেক এই অধিনায়ক বলেছেন,
'২০১৪ সালের বিশ্বকাপ কোয়ালিফায়ার ছিলো আমার ক্যারিয়ারের মূল অংশ। সেবার আমরা নিউজিল্যান্ডের মাটিতে কেনিয়ার বিপক্ষে খেলেছিলাম যেখানে আমি ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলাম। আমরা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছি এবং ওয়ানডে স্ট্যাটাস পেয়েছি। এরপর থেকেই আসলে সবকিছু নতুন করে শুরু হয়েছে।'
সূত্রঃ আইসিসি