বিপিএল খেলবেন মোহাম্মদ নাওয়াজ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের ২৪ বছর বয়সী অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজকে বিপিএলের ড্রাফট তালিকা থেকে দলে ভিড়িয়েছে সিলেট সিক্সার্স। ক্যারিবিয়ান পেসার ফাবিয়ান অ্যালেনের পরিবর্তে তাঁকে দলে নিয়েছে ফ্যাঞ্চাইজিটি।
এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোষ্ট করে এই বিষয়টি নিশ্চিত করছে সিলেট কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সিলেট সিক্সার্স লিখেছে,
'আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে মোহাম্মদ নাওয়াজ সিলেট সিক্সার্স পরিবারের একটি অংশ হতে যাচ্ছে আসন্ন বিপিএল টুর্নামেন্টে। সিক্সার্স পরিবারের আপনাকে আমন্ত্রন, মোহাম্মদ নাওয়াজ।'

সবমিলিয়ে বেশ তারকাবহুল একটি দল নিয়েই এবারের বিপিএলে খেলতে নামছে সিলেট সিক্সার্স। দক্ষিণ আফ্রিকান স্পিন তারকা ইমরান তাহিরকেও ড্রাফট থেকে দলে নিয়েছে তারা।
পাশাপাশি দলটিতে আরও রয়েছেন ডেভিড ওয়ার্নার, নিকোলাস পুরান, আন্দ্রে ফ্লেচার, সন্দীপ লামিচানেরদের মতো তারকারা।
এছাড়াও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা তাসকিন আহমেদ, নাসির হোসেন, লিটন কুমার দাস, সাব্বির রহমানরাও রয়েছেন দলটিতে।
উল্লেখ্য এখন পর্যন্ত পাকিস্তানি অলরাউন্ডার নাওয়াজের খেলা টি টুয়েন্টি ম্যাচ সংখ্যা ৯০টি। যেখানে ব্যাট হাতে তিনি ১০৬.৩৩ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৭২। অপরদিকে বল হাতে তাঁর শিকার ৬৮টি উইকেট (ইকোনমি ৬.৮৯)।
সিলেট সিক্সার্স স্কোয়াডঃ
নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, আল-আমিন সিনিয়র, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন চৌধুরী, অলক কাপালি, জাবির আলী ও মেহেদি হাসান রানা, ডেভিড ওয়ার্নার, সোহেল তানভির, সন্দিপ লামিচানে, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ইমরান তাহির, মোহাম্মদ নাওয়াজ।