তবুও ম্যাচে ফিরতে পারত বাংলাদেশঃ রোডস

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নো বল বিতর্কে ম্যাচ থেমেছিল দশ মিনিট। আর এই দশ মিনিট পরেই রুদ্রমূর্তি ধারণ করেছিলো উইন্ডিজ। যদিও সেই অবস্থা থেকে ম্যাচ জিততে পারত বাংলাদেশ, এমনটা মনে করছেন হেড কোচ স্টিভ রোডস।
এক্ষেত্রে টাইগার ব্যাটসম্যানদের ভুল শট খেলার প্রবণতা ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বলে মনে করছেন তিনি। নো বলের ঘটনার একটু পরেই ভুল শট খেলে ফিরেছেন সৌম্য সরকার।
এরপরে অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও ফিরেছেন ছয় ওভারের মধ্যেই। দৃষ্টিকটু শট খেলেই ফিরেছেন সবাই। রোডসের মতে, ওই ঘটনার পরে পাল্টা আক্রমণ করতে পারলেই ম্যাচে থাকতে পারত বাংলাদেশ।

'এটা ছেলেদের জন্য খুব ভালো একটি শিক্ষা। যে ঘটনার কারণে ম্যাচে কিছুটা বিলম্ব ঘটলো, তার পরে যদি দুইটা বাউন্ডারি হাঁকানো যেত অথবা ম্যাচে যদি বিলম্ব না ঘটত তাহলে ম্যাচ অন্যরকম হতো।
'এজন্যই ক্রিকেট খেলাটা বিস্ময়কর। মাঠের বাইরের অংশে তখনও মাত্র দুজন ফিল্ডার ছিল। তাঁরা যদি ডিপ অঞ্চলে না মারত তাহলেও হতো। ম্যাচের মুহূর্ত ধরে রাখা যেতো।'
ক্রিকেটারদের উত্তেজিত হয়ে যাওয়ার ব্যাখাই দিলেন তিনি। এছাড়া গুরুত্বপূর্ণ সময়ে মাথা ঠাণ্ডা না রাখতে পারার খেসারত দিয়েছে বাংলাদেশ, মনে করছেন তিনি।
'শটগুলো আমরা ঠিকমতো খেলতে পারিনি। আমরা এমন বাজে শট কেন খেললাম সেটার ব্যাখ্যা আমি দিতে পারব না। আমরা সম্ভবত উত্তেজিত হয়ে গিয়েছিলাম।
'যখন এমন চাপের মুহূর্ত আসবে তখন আমাদের মাথা ঠাণ্ডা রাখতে হবে। আমাদের অনেক জায়গা আছে উন্নতি করার। কিছু জায়গায় আমরা উন্নতি করছি, আরও কিছু জায়গায় আমরা অবশ্যই উন্নতি করতে পারব।'