ম্যাচ অফিসিয়ালদের দোষ দিচ্ছেন না রোডস

ছবি: স্টিভ রোডস

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায়ই অনেক দলকে বাজে আম্পায়ারিংয়ের শিকার হতে হচ্ছে। উইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া বাংলাদেশ সিরিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল বাজে আম্পায়ারিং।
সিরিজের শেষ টি-টুয়েন্টি ম্যাচে একটি নো বলকে কেন্দ্র করে সমালোচনা এখন তুঙ্গে। তবে, এসব সিদ্ধান্তের জন্য ম্যাচ অফিসিয়ালদের দোষ দিতে চাননা বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস।

'আমি মনে করি, যারা খেলাটা ভালোবাসি, তারা সবাই চাই যেন সবকিছু ভালোমতো হয়। কিন্তু কখনও কখনও কিছু জিনিস ঠিকঠাক হয় না। তবে আমি ম্যাচ অফিসিয়ালদের দিকে আঙুল তুলতে চাই না। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে সবারই ভালো।'
এই ঘটনা থেকেও অভিজ্ঞতা অর্জনের সুযোগ আছে বলে মনে করেন টাইগার কোচ। আজকে নো বলের ঘটনার পরই মনোযোগ হারিয়েছে বাংলাদেশ দল।
ফলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় উইন্ডিজের হাতে। ভবিষ্যতে এই ধরনের ঘটনায় তাঁর শিষ্যরা যেন মনোযোগ না হারান সেটাই চান বাংলাদেশ দলের এই কোচ।
'আগেও কিন্তু এরকম ঘটনা হয়েছে। আমি চেষ্টা করেছি, খেলোয়াড়েরা যেন এতে বেশি জড়িয়ে না পড়ে। আমি চেষ্টা করেছি ড্রেসিংরুম যেন শান্ত আর নির্ভার থাকে। আর অভিজ্ঞতা বলে এরকম চললে খেলায় মনোযোগ রাখাটা জরুরি। অনেক সময় আবেগ এখানে প্রভাব ফেলতে পারে। আজও সেটা হয়েছে। ওই মুহূর্তটা দলকে ক্ষতিগ্রস্ত করেছে।'