promotional_ad

বিপিএল মাতাতে আসছেন ইমরান তাহির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। সিলেট সিক্সার্সের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।


বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে থাকলেও অনুষ্ঠিত ড্রাফট থেকে তাঁকে দলে ভেড়ায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। এবার বিপিএল শুরুর কয়েকদিন আগে তাঁকে দলে টানলো সিলেট। তবে কারও বদলি হিসেবে তাহিরকে দলে ভেড়ানো হয়েছে নাকি সেটা এখনও নিশ্চিত হওয়া যায় নি। এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছেন তাহির। 


promotional_ad

এদিকে বিপিএলের ষষ্ঠ আসরের জন্য তারকা সম্পন্ন দল সাজিয়েছে সিলেট। ড্রাফটের আগেই ক্রিকেট থেকে টেম্পারিংয়ের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক এবং বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের সঙ্গে চুক্তিবদ্ধ হয় সিলেট।


আসন্ন আসরে সিলেটের নেতৃত্বেও থাকছেন এই অজি। এছাড়া বিদেশী ক্রিকেটারদের মধ্যে ক্যারিবিয়ান দুই হার্ড হিটার আন্দ্রে ফ্লেচার-নিকোলাস পুরান, পাকিস্তানের সোহেল তানভির এবং নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানের মত ক্রিকেটারদেরও ড্রাফটের মধ্য দিয়ে দলে টেনেছিল সিলেট।


দেশী ক্রিকেটারদের মধ্যে নাসির হোসেন, লিটন দাস, আফিফ হোসেন, সাব্বির রহমান এবং তাসকিন আহমেদের মত ক্রিকেটাররাও এবার সিলেটের হয়ে বিপিএল মাতাবেন। শেষ মুহূর্তে তাহিরের অন্তর্ভুক্তি বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে দলটির জন্য। 


২০১৯ সালে জানুয়ারি মাসের ৫ তারিখ পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের। ৬ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আসরে প্রথম ম্যাচ খেলতে নামবে সিলেট। ৮ ফেবরুয়ারি অনুষ্ঠিত হবে ষষ্ঠ আসরের ফাইনাল।


সিলেট সিক্সার্স স্কোয়াডঃ নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন, আল-আমিন সিনিয়র, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাবিল সামাদ, এবাদত হোসেন চৌধুরী, অলক কাপালি, জাবির আলী ও মেহেদি হাসান রানা, ডেভিড ওয়ার্নার, সোহেল তানভির, সন্দিপ লামিচানে, ফ্যাবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইরফান, গুলবাদিন নাইব, আন্দ্রে ফ্লেচার, প্যাট ব্রাউন, নিকোলাস পুরান, ইমরান তাহির। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball