ভুল থেকে শিখেছে উইন্ডিজ

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে ছন্নছাড়া বোলিং করেছিলো উইন্ডিজ। বাংলাদেশও পরিপূর্ণ সুযোগ নিয়ে দুইশ রান পার করেছিলো সেই ম্যাচে।
আর দ্বিতীয় ম্যাচে বাজে বোলিংয়ের কারণে সিরিজের শেষ ম্যাচের আগে আরও সাবধানী হয় উইন্ডিজ। মানসিকতা ইতিবাচক রেখে শেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে তাঁরা। ম্যাচ শেষে সন্তুষ্টি প্রকাশ করেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট,

'দ্বিতীয় ম্যাচে আমরা যেভাবে বোলিং করেছিলাম, তার জন্য খুশি ছিলাম না। এটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি। আমরা চ্যাম্পিয়ন দল, আমাদের ম্যাচ জেতার দরকার ছিল, সিরিজ জেতারও দরকার ছিল।'
টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারের পরে টি-টুয়েন্টি সিরিজে জিতেছে উইন্ডিজ। সিরিজ থেকে ইতিবাচক বিষয়গুলো নিয়েই সামনের বছরে পা রাখতে চান ক্যারিবিয়ান অধিনায়ক।
'এই সিরিজে বেশ কিছু ইতিবাচক বিষয় ছিল। আমি খুবই খুশি। আমরা ইতিবাচক এবং আক্রমণাত্মক থাকতে চেয়েছিলাম। তিন ম্যাচেই আমরা খুব ভালো ব্যাট করেছি।
'দুটো ম্যাচের পাওয়ার প্লে'তে আমরা ৮০'র মতো রান করেছি। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা খুব ভালো শুরু করতে পারি।'
পুরস্কার বিতরণীর মঞ্চে, ম্যাচে পাঁচ উইকেট নেওয়া কিমো পলকেও প্রশংসায় ভাসান ব্র্যাথওয়েট। 'কিমো খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। এই বয়সে সে বিশ্বের অন্যতম দক্ষ একজন ক্রিকেটার।'