উইন্ডিজ দলে এক পরিবর্তন

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজের শেষটিতে আজ কোনও পরিবর্তন ছাড়াই মাঠে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
গত ম্যাচে দুর্দান্ত একটি জয় পাওয়ার পর উইনিং কম্বিনেশন ঠিক রাখার লক্ষ্যেই অপরিবর্তিত একাদশ খেলাতে যাচ্ছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট।
অপরদিকে আজ ম্যাচে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে উইন্ডিজরা। ড্যারেন ব্রাভোর পরিবর্তে আজ আন্তর্জাতিক টি টুয়েন্টিতে অভিষেক হতে যাচ্ছে শিরফানে রাদারফোর্ডের।

উল্লেখ্য এরই মধ্যে তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজে ১-১ এ সমতা ফিরিয়ে এনেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী হিসেবে বিবেচিত হচ্ছে দুই দলের কাছেই।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশঃ
এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, শিরফানে রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, ফাবিয়ান অ্যালেন, কিমো পল, শেল্ডন কট্রেল, ওশানে থমাস।