দ্বিতীয় হওয়ার অপেক্ষায় সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজদের বিপক্ষে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে দারুণ একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন টাইগার অধিনায়ক এবং অলরাউন্ডার সাকিব আল হাসান। এই ম্যাচে আর মাত্র ২৯ রান করতে পারলে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই সাথে আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ১৫০০ রান এবং ৫০ উইকেটের মালিক বনে যাবেন তিনি।
এখন পর্যন্ত ৭১ ম্যাচে ১৪৭৯ রানের মালিক সাকিব। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৮৫ উইকেট। তাই উইন্ডিজদের বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে এই এলিট ক্লাবে প্রবেশ করার সুযোগ রয়েছে তাঁর সামনে।

টি-টুয়েন্টি ইতিহাসে ৫০ উইকেট এবং ১৫০০'র উপর রান করা একমাত্র অলরাউন্ডার পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। মোট ৮৯ ম্যাচে ৫৪ উইকেট নেয়ার পাশাপাশি ১৯০৮ রান করেছেন তিনি।
এই রেকর্ডে অল্পের জন্য নাম লেখাতে পারেন নি পাকিস্তানের কিংবদন্তী অলরাউন্ডার এবং সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। ৯৯ ম্যাচে ৯৮ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ১৪১৬ রান করেছেন এই বিধ্বংসী ক্রিকেটার।
আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ৫০ উইকেট এবং ১০০০ রান করা অলরাউন্ডারদের মধ্যে আরও আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ৬৫ ম্যাচে ৬৭টি উইকেট নেয়া ছাড়াও ১০১৪ রান সংগ্রহ করেছেন তিনি। এছাড়া ৬৬ ম্যাচে ৫২ উইকেট এবং ব্যাট হাতে ১১৪২ রান সংগ্রহ করেছেন উইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
শ্রীলংকার অলরাউন্ডার থিসারা পেরেরাও আছেন এই ক্লাবে। মোট ৭৫ ম্যাচে ৫০ উইকেট নেয়ার পাশাপাশি ১০৭৭ রান করেছেন এই লঙ্কান। এখন পর্যন্ত এই ছয়জন ছাড়া টি-টুয়েন্টিতে কোন অলরাউন্ডার এই ক্লাবে প্রবেশ করতে পারেন নি।