promotional_ad

আইসিসির সমালোচনায় ভন ও জনসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সম্প্রতি পার্থ টেস্টের উইকেটকে গড়পড়তা আখ্যা দেয়ায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপর নাখোশ হয়েছেন দুই সাবেক ক্রিকেটার মাইকেল ভন এবং মিচেল জনসন।  


ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার পার্থ টেস্ট শেষে আইসিসির কাছে মাঠটির উইকেটকে মানের দিক থেকে গড়পড়তা বলে আখ্যা দিয়েছিলেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।


মাদুগালের এবং আইসিসির এই সিদ্ধান্তের সমালোচনা করে একটি টুইট বার্তা দিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার জনসন। ভালো পিচের সংজ্ঞা চেয়ে সেই বার্তায় তিনি লিখেছেন, 



promotional_ad

'এখানে কোনও সমস্যা নেই। ব্যাট এবং বলের এমন লড়াই দেখাটা আসলে রোমাঞ্চকর ছিলো। আমি আসলে অনেক জানতে আগ্রহী যে ভালো পিচ কোনটিকে বলে? আশা করি এমসিজিতে আরেকটি রোমাঞ্চকর টেস্ট দেখা যাবে।' 


জনসনের পাশাপাশি সমালোচনা করেছেন ইংলিশ সাবেক অধিনায়ক ভনও। তাঁর মতে এই ধরণের উইকেট আগামীতে আরও বানানো উচিৎ। টুইট বার্তায় তিনি লিখেছেন,   


'তারা (আইসিসি) অবাক হয়েছে যে টেস্ট ম্যাচ কেন এখন সংগ্রাম করছে...এটি দারুণ রোমাঞ্চকর একটি উইকেট যেটি প্রত্যেকের জন্য প্রযোজ্য ছিলো...এমন পিচ আরও বানানো উচিৎ।'


শুক্রবার পার্থের উইকেট নিয়ে আইসিসির কাছে পেশ করা রিপোর্টে মাদুগালে জানিয়েছিলেন পার্থ টেস্টের উইকেট থেকে ধারাবাহিক বাউন্স পাচ্ছিলেন না পেসাররা। আর সেই কারণেই উইকেটকে মানের দিক থেকে পিছিয়ে রেখেছিলেন তিনি।



উল্লেখ্য ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে ২৬শে ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। এর আগে গত বছর অ্যাশেজ সিরিজে এই মাঠকেও খারাপ রেটিং দিয়েছিলেন লঙ্কান এই ম্যাচ রেফারি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball