অজানা ইতিহাস ডাকছে বাংলাদেশকে

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


উইন্ডিজদের বিপক্ষে আজ অনুষ্ঠিতব্য শেষ টি টুয়েন্টি ম্যাচে জয় তুলে নিতে পারলেই প্রথমবারের মতো তিন ফরম্যাটের সিরিজে কোনও দলকে পরাজিত করার কীর্তি গড়বে বাংলাদেশ ক্রিকেট দল। 


এখন পর্যন্ত মোট ১৭ বার তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। কিন্তু সব সিরিজেই জয় তুলে নেয়ার সৌভাগ্য হয়নি তাদের। এবার ক্যারিবিয়ানদের বিপক্ষে সেই সুযোগ সৃষ্টি হয়েছে টাইগারদের সামনে। 


promotional_ad

২০০৮ সালে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট, ওয়ানডে এবং টি টুয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলেছিলো বাংলাদেশ। কিন্তু সেই অভিজ্ঞতা মোটেই ভালো ছিলো না তাদের। পুরো সিরিজেই জয় শূন্য ছিলো টাইগাররা সেবার। 


এরপর ২০০৯ সালে উইন্ডিজদের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট এবং ওয়ানডে সিরিজ জিতেছিলো স্বাগতিক বাংলাদেশ। কিন্তু সেবার একমাত্র টি টুয়েন্টিতে পরাজিত হতে হয়েছিলো তাদের। 


তবে দারুণ এক অর্জনের সামনে দাঁড়িয়েও খুব বেশি রোমাঞ্চিত নন টাইগার ওপেনার তামিম ইকবাল। আজ নিজেদের সেরাটা ঢেলে দিয়েই খেলার প্রত্যয় ফুটে উঠেছে তাঁর কণ্ঠে। এই প্রসঙ্গে দৈনিক ইত্তেফাককে তিনি বলেছেন,


'এরকম (রেকর্ড) কথা আমাদের মাথায় নাই। এমন কোনো কিছু আমাদের মাথার মধ্যে নাই। আর জানিও না। আসলে অনেকে জানেও না এই কথাটা। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কালকে (আজ) খেলাটা জেতা। সেটার জন্য আমরা যা করা দরকার, সেটা করার চেষ্টা করবো। আল্লাহ যদি আমাদের কপালে রাখে তাহলে অবশ্যই হবে। যদি না থাকে তাহলে হবে না।'


উল্লেখ্য আজ বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজে এখন পর্যন্ত সমতা রয়েছে ১-১ এ।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball