বিশ্বাস ধরে রাখাই সাফল্যের উৎসঃ হোপ

ছবি: শাই হোপ, সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পাওয়ার পেছনে বিশ্বাস ধরে রাখা এবং ফর্মুলা মেনে ব্যাটিং করাকেই কারণ হিসেবে মানছেন উইন্ডিজ উইকেটরক্ষক ব্যাটসম্যান শাই হোপ।
ক্রিকফ্রেঞ্জির সাথে এক সাক্ষাৎকারে হোপ জানিয়েছেন টেস্টে ব্যাট হাতে ভালো করতে না পারলেও সাদা বলের ক্রিকেটে নিজের আক্রমণাত্মক মানসিকতা বজায় রাখার ফলে দারুণ ব্যাটিং করা সম্ভব হচ্ছে। ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান বলেছেন,

'সত্যি কথা বলতে আমি মনে করি না আমি রাতারাতি কোনও পরিবর্তন নিয়ে এসেছি আমার খেলায়। আমার ধারণা সাদা বলের ক্রিকেটে বিশ্বাস ধরে রাখা, ফর্মুলা মেনে চলা এবং আক্রমণাত্মক মনোভাব নিয়ে খেলাটাই মূল বিষয়।'
একজন ব্যাটসম্যান হিসেবে সর্বদা প্রত্যাশা অনুযায়ী রান পাওয়া সম্ভব হয় না বলেও উল্লেখ করেছেন হোপ। তবে সীমিত ওভারের ক্রিকেটে রান করতে পেরে যথেষ্ট আনন্দিত তিনি। ক্রিকফ্রেঞ্জিকে তাই বলেছেন,
'আমি মনে করি না যে টেস্ট, ওয়ানডে এবং টি টুয়েন্টিতে খুব বেশি পরিবর্তন এসেছে। কখনও কখনও আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী রান করতে পারবেন না। তবে এই ফরম্যাটে (ওয়ানডে) রান করতে পারাটা আনন্দের।'