১১০% দিতে চায় উইন্ডিজ দল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টুয়েন্টি সিরিজের শেষ ম্যাচে শতভাগের চেয়েও বেশি দিতে চায় উইন্ডিজ দল। যে কোন মূল্যেই হোক সিরিজ জয় করে সফর শেষ করতে চায় টি-টুয়েন্টি ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়নরা, আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন ক্যারিবিয়ান বোলিং অলরাউন্ডার কিমো পল।
সফরটা একদমই ভালো যাচ্ছে না উইন্ডিজ দলের। টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও টাইগারদের বিপক্ষে পরাজয়, তবুও আত্মবিশ্বাসে কমতি নেই সফরকারী দলের। সিরিজ নির্ধারণী ম্যাচে তাই সামর্থ্যের ১১০ ভাগ দিয়ে হলেও জিততে চায় তাঁরা।

'সিরিজটা আমাদের জন্য কঠিন। টি-টুয়েন্টি সিরিজের পূর্বে আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। এখনও আমরা আত্মবিশ্বাসী। যেহেতু সিরিজটি ১-১ সমতায় আছে, আমাদের মাঠে পারফর্মেন্স করে এখনও সিরিজ জেতা সম্ভব।
'আমরা অবশ্যই আগামীকাল শতকরা ১১০ ভাগ দিব এবং ম্যাচটি জয়ের পাশাপাশি সিরিজটিও জিততে চাইব,' ম্যাচের আগের দিন সংবাদিকদের বলেছিলেন পল।
২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাত্তা না দিয়েই জয়ী হয়েছিল সফরকারীরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে শক্তভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় নিয়ে যায় টাইগাররা।
শেষ ম্যাচ পরাজিত হলেও এখন সিরিজ হাতছাড়া হয়ে যায়নি উইন্ডিজদের। তাই আগামীকাল মিরপুরে সিরিজ জয় নিয়েই মাঠ ছাড়তে চায় তাঁরা।