ফিলান্ডারের বদলি প্যাটারসন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে যোগ দিচ্ছেন পেসার ডেন প্যাটারসন। ইনজুরির কারণে ছিটকে যাওয়া পেসার ভারনন ফিলান্ডারের পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে তাঁকে।
আঙ্গুলের ইনজুরির কারণে আগেই প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন ফিলান্ডার। ২৯ বছর বয়সী প্যাটারসন এবারই প্রথম টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন। প্রথম টেস্টে তাঁর অভিষেক হওয়ার জোর সম্ভাবনাও রয়েছে।

দেশের হয়ে ৩টি ওয়ানডে এবং ৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্যাটারসনের। দক্ষিণ আফ্রিকা দলের প্রধান নির্বাচক লিন্ডা জন্দি জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার ফলেই তাকে স্কোয়াডে ডাকা হয়েছে। তিনি বলেন,
'ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার সে। তাঁর উপর আমাদের দীর্ঘদিন ধরেই নজর ছিল। তাঁকে ফিলান্ডারের পরিবর্তে বক্সিং ডে টেস্টের স্কোয়াডে ডাকা হয়েছে। আশা করছি সুযোগ পেলে সেটাকে সে কাজে লাগাতে পারবে।'
এখন পর্যন্ত ৯৩টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নিয়েছেন পিটারসন। যেখানে মাত্র ২৩.৫৬ গড়ে ৩২১টি উইকেট নিয়েছেন ডানহাতি ফাস্ট বোলার।
দক্ষিণ আফ্রিকা দল:
ফাফ দু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থিউনাস ডি ব্রুইন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ডিন এলগার, জুবায়ের হামজা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডুয়াইন অলিভিয়ের, ডেল স্টেইন, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।