পাকিস্তানি ক্রিকেটারের ওপর ঘুষের অভিযোগ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১০ বছর নিষেধাজ্ঞায় থাকা পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের বিরুদ্ধে এবার ঘুষ নেয়ার অভিযোগ তুলেছে যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা (এনসিএ)। আর এর জন্য তাঁকে আগামী ১৫ই জানুয়ারির মধ্যে ম্যানচেস্টারের ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দিতে হবে বলে জানিয়েছে তারা।
??০১৭ সালে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হন জামশেদ। সেই ঘটনাটি তদন্ত করতে গিয়েই ঘুষ নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায় জামশেদের বিপক্ষে।

পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে সম্পন্ন হয় এই তদন্তের কার্যক্রম।পাকিস্তানি এই ক্রিকেটার ছাড়া দুই ব্রিটিশ নাগরিক ইউসুফ আনোয়ার এবং মোহাম্মদ ইজাজের বিরুদ্ধেও এই অভিযোগ উঠেছে। একটি বিবৃতিতে এই বিষয়ে এনসিএ জানিয়েছে,
'জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) তদন্ত অনুসারে তিন জন ব্যক্তিকে ঘুষ নেয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে। আর এই তদন্তটির আওতাধীন ছিলো পাকিস্তান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো যেখানে স্পট ফিক্সিংয়ের ঘটনা ঘটেছিলো।'
সেই বিবৃতিতে আরও বলা হয়, 'ব্রিটিশ ইউসুফ আনোয়ার (৩৫) এবং মোহাম্মদ ইজাজ (৩৩) ফেব্রুয়ারি ২০১৭ তে গ্রেফতার হয়েছিলো পাকিস্তানি নাসির জামশেদের সাথে (৩২)। ১৯শে ডিসেম্বর তাঁদেরকে একটি লিখিত সমন দেয়া হয়েছে যেখানে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তোলা হয়েছে। তাঁদের প্রথম হাজিরা দেয়ার তারিখ ১৫ই জানুয়ারি, ২০১৯।'
উল্লেখ্য এর আগে ২০১৭ সালে পাঁচ ক্রিকেটারকে দুর্নীতির দায়ে নিষিদ্ধ করেছিলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যাদের মধ্যে ছিলেন সারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ইরফান ও শাহজাইব হাসান।