promotional_ad

স্টয়নিসকে টেস্ট দলে চান ওয়াটসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার টেস্ট দলে অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে দেখতে চান দেশটির সাবেক অধিনায়ক শেন ওয়াটসন। দ্রুতই টেস্ট দলের সদস্য হয়ে উঠবেন এই অলরাউন্ডার বলেও আশাবাদী সাবেক এই ওপেনার।


অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে এবং টেস্ট খেললেও এখনও সাদা পোশাকে ডাক আসেনি স্টয়নিসের। ওয়াটসন মনে করছেন, অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটেই মাঠে নামার যোগ্য ক্রিকেটার স্টয়নিস।


promotional_ad

দেশের হয়ে ২১টি ওয়ানডে এবং ১৭টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত তিনি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম এই অলরাউন্ডার নিঃসন্দেহে অজিদের হয়ে টেস্ট খেলবে বলে দাবি ওয়াটসনের। তিনি জানান,


'আমার কাছে মনে হয় সে একজন প্রতিভাবান অলরাউন্ডার। তিন ফরম্যাটে খেলার জন্য যোগ্য সে। যদি সে টেস্ট দলে কোনদিন সুযোগ না পায় তাহলে বিষয়টি সত্যি অবাক করবে আমাকে। সে অনেক প্রতিভাবান।


'চার দিনের ম্যাচগুলোতেও অনেক ভালো করেছে। আমরা তাঁকে ওয়ানডে এবং টি-টুয়েন্টিতেও দেখেছি। বড় শট খেলার ক্ষমতা তো আছেই তাঁর ভিতর। তাই নিঃসন্দেহে বলতে পারব যে সে টেস্ট দলে সুযোগ পাবে।'


ভারতের বিপক্ষে চলমান সিরিজের স্কোয়াডে জায়গা হয়নি স্টয়নিসের। হাঁটুর ইনজুরির কারণে কয়েকদিন মাঠের বাইরেও ছিলেন এই অলরাউন্ডার। বর্তমানে মেলবোর্ন স্টার্সের হয়ে বিগ ব্যাশ মাতাচ্ছেন তিনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball