promotional_ad

ভারতের নতুন কোচ নিয়োগ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ভারতের সাবেক ক্রিকেটার উরকেরি ভেনকাট রমনকে ভারতীয় নারী দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ ঘোষণা দিয়েছে।


অ্যাড-হক কমিটির পক্ষ থেকে সুপারিশ করা তিনজন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকায় নাম ছিল রমনের। তাঁর সাথে আরও দুইজন হলেন দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার এবং ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক কোচ গ্যারি কারস্টেন, ভারতীয় ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ।


কোচের পদের জন্য আবেদন করা প্রার্থীদের সাথে সাক্ষাৎকারে কোচিং সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাড-হক কমিটির সদস্য অংশুমান গায়কোয়াড়। প্রশ্নগুলোর উত্তরের উপর ভিত্তি করেই চূড়ান্ত নাম প্রকাশ করা হয়েছে। কোচ নির্বাচনের এই কমিটিতে ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার কপিল দেবও, সাথে ছিলেন নারী দলের সাবেক ক্রিকেটার শান্তা রঙ্গাস্বামী।



promotional_ad

'প্রার্থীদের সাক্ষাৎকারে কিছু বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, ক্রিকেট কোচিং সম্পর্কিত।  তাঁরা কেন আগ্রহী? কিভাবে তাঁরা পরিকল্পনা করছে দলকে সামনে এগিয়ে নিয়ে জেতে? তাঁরা কত ধরণের ভাষায় বাক্য বিনিময় করতে পারেন। আমরা তাঁদের চাওয়া সম্পর্কেও জিজ্ঞাস করেছি। কি ধরণের সহায়তা তাঁরা চায়। ইত্যাদি। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেই আমরা সিদ্ধান্ত নিয়েছি,' বলেছিলেন অংশুমান গায়কোয়াড়।


রমন ভারতের সাবেক ওপেনার ব্যাটসম্যান ছিলেন। ভারতের হয়ে ১১টি টেস্ট এবং ২৭টি ওয়ানডে খেলেছেন। টেস্ট ক্রিকেটে ৪৪৮ রান সংগ্রহ করেছেন রমন, যেখানে চারটি অর্ধশতক ছিল তাঁর।


ওয়ানডে ফরম্যাটে তাঁর রান ছিল ৬১৭, একটি শতক এবং তিনটি অর্ধশতক ছিল তাঁর। তামিল নাড়ুর ক্রিকেটার ছিলেন রমন। ১৯৮২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন তিনি। সেখানে ৭৯৩৯ রান ছিল রমনের। 


আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার তাঁর ছোট হলেও কোচিং ক্যারিয়ার অনেক সমৃদ্ধ রমনের। ২০০৫-০৭ সাল পর্যন্ত তামিল নাড়ুর কোচ ছিলেন তিনি। বেঙ্গলের কোচ ছিলেন দুই দফায়। ২০০১-০২ এবং ২০১০-১৩ সাল পর্যন্ত।



আইপিএলের ফ্র্যাঞ্জাইজি কিংস ইলেভেন পাঞ্জাবের সহকারি কোচ ছিলেন ২০১৩ আসরে। ২০১৪ আসরে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং পরামর্শক ছিলেন রমন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball