টাইগারদের অভিজ্ঞতার কাছে হেরেছে উইন্ডিজ

ছবি: বাংলাদেশ দল

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে উইন্ডিজকে ৩৬ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে তিনি ৪২ রানের পর ২১ রানে ৫ উইকেট দখল করে একাই ধসিয়ে দিয়েছেন উইন্ডিজের ইনিংস।
ম্যাচ শেষে উইন্ডিজ দলের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের অভিজ্ঞতার কাছে হেরেছে উইন্ডিজ। বিশেষ করে সাকিব সামনে থেকে নেতৃত্ব দেয়ায় ম্যাচ জেতা সম্ভব হয়নি তাদের জন্য।
'ঘরের মাঠ, ঘরের দর্শক, এইসব অনেক গুরুত্ববহ। আর বাংলাদেশি ক্রিকেটারা অনেক অভিজ্ঞ। ওরা জানে কিভাবে ফিরতে হয়। তাঁরা খুবই ভালো করেছে আজ।'

'সাকিব দারুন বল করেছে, ব্যাট করেছে দারুন। যারা এই ফরম্যাটটা ভালো জানে, অভিজ্ঞতা আছে যাদের, তাঁরা ভালো করবেই। আর সে একজন নেতা হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।'
বাংলাদেশের দেয়া ২১১ রানের লক্ষ্যে খেলতে নেমে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছে উইন্ডিজ। মূলত এটাই উইন্ডিজকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বলে মনে করেন উইন্ডিজ স্পিন বোলিং কোচ। উইন্ডিজের ব্যাটিংয়ের ধরণ বাংলাদশের মতো হওয়া উচিত ছিল।
'প্রথমত ক্রমাগত গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। ওরা ভালো বল করেছে, ফিল্ডিং করেছে। এটাই হয়েছে। টি-টুয়েন্টি ক্রিকেট হলেও আপনি উইকেটে টিকে গেলে ইনিংস লম্বা করা উচিত। যেমন বাংলাদেশ সবাই দীর্ঘ সময় ব্যাট করেছে।'