জয় এসেছে দলগত প্রচেষ্টায়ঃ সাকিব

সাকিব আল হাসান
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ব্যাট হাতে ৪৬ রানের ইনিংস খেলার পর বল হাতে ৫ উইকেট নিয়ে উইন্ডিজকে একাই হারিয়ে দিয়েছে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টুয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের সাথে ব্যাট হাতে কার্যকরী ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরুষ্কার জিতেছেন সাকিব।


তবে সাকিব জানিয়েছেন এই জয় দলগত প্রচেষ্টাতেই এসেছে। মোমেন্টাম ধরে রেখে শেষ পর্যন্ত খেলতে পারাকেই ম্যাচ জয়ের কারণ বলে মনে করেন সাকিব। পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে একথা জানিয়েছেন টাইগার অধিনায়ক।


promotional_ad

'আপনি যদি টি-টুয়েন্টি জিততে চান তবে আপনাকে মোমেন্টাম ধরে রাখতে হবে, বোলিং ব্যাটিং দুই বিভাগেই। সৌভাগ্যক্রমে আমরা দ্রুত মোমেন্টাম পেয়েছিলাম এবং আমরা এটা ধরে রেখে ২০০ রান করতে সক্ষম হয়েছি এই উইকেটে। এটা বল করার জন্য সহজ পিচ নয়। সবশেষ এটা একটি দলগত প্রচেষ্টা।'


প্রথমে ব্যাট করে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১১ রান করেছিল বাংলাদেশ। দলের হয়ে লিটন ৬০, সৌম্য ৩্‌ সাকিব ৪২* ও মাহমুদুল্লাহ ৪৩* রানের ইনিংস খেলেছেন।


এরপর বল হাতে সাকিব মাত্র ২১ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। মুস্তাফিজ দুটি, মাহমুদুল্লাহ, আবু হায়দার ও মেহেদী হাসান ১ টি করে উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছে। তাই ম্যাচ শেষে সতীর্থ্যদের প্রশংসায় ভাসিয়েছেন সাকিব।


'লিটন দারুণ কিছু শট খেলেছে। মাহমুদুল্লাহ যেভাবে খেলাটা শেষ করেছে অসাধারণ। আমি মনে করি কুয়াশার মধ্যেও বল হাতে দারুণ ভালো বল করেছে মেহেদী। আমরা জানি আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছি। তারা বিশ্বের যে কারোর চেয়ে ভালো জানে টি-টুয়েন্টিটাকে। আমাদের ছেলেরা সঠিক ভাবে জানে তাদের কি করতে হবে এবং আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball