সাইদ আজমলের পাশে সাকিব

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বল হাতে উইন্ডিজদের বিপক্ষে দ্বিতীয় টি টুয়েন্টিতে কারিশমা দেখিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ৪ ওভার বোলিং করে মাত্র ২১ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন তিনি।
আর এরই সাথে পাকিস্তানি স্পিনার সাইদ আজমলের পাশে উঠে এসেছেন সাকিব। সিরিজের দ্বিতীয় এই ম্যাচটির আগে আন্তর্জাতিক টি টুয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা ছিলো ৮০টি।

তবে ৫ উইকেট নিয়ে আজমলের সমান ৮৫টি উইকেটের মালিক বনে গিয়েছেন তিনি। উইন্ডিজ লোয়ার অর্ডার ব্যাটসম্যান ফাবিয়ান অ্যালেনকে বোল্ড করে টি টুয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার।
এবার সাকিবের সামনে রয়েছে তৃতীয় স্থানেও উঠে আসার সুযোগ। এর জন্য তাঁকে আগামী ম্যাচে আর মাত্র ১টি উইকেট শিকার করতে হবে। ৮৫ উইকেট নিয়ে বর্তমানে সাকিবের আগে তৃতীয়তে অবস্থান পাকিস্তানি পেসার উমর গুলের।
আজমল,গুল এবং সাকিবের উইকেট সংখ্যা সমান হলেও ম্যাচ সংখ্যা এবং গড়ের দিক থেকে এগিয়ে থাকায় তৃতীয়তে অবস্থান পেস তারকা গুলের।
এদিকে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে শীর্ষে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। মোট ৯৯টি আন্তর্জাতিক টি টুয়েন্টিতে ৯৮ উইকেট শিকার করেছেন তিনি।
আফ্রিদির পর দ্বিতীয়তে অবস্থান করছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। ৬৯টি ম্যাচে মোট ৯৮টি উইকেট নিয়েছেন তিনি।