promotional_ad

মিরপুরে উইন্ডিজদের রেকর্ড লক্ষ্য দিল বাংলাদেশ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে সফরকারী উইন্ডিজ দলকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ দল। টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২১১ রানের পুঁজি পায় সাকিব আল হাসানের দল। যা ঘরের মাঠে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর। টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ২১৫/৫ উইকেট হারিয়ে, শ্রীলংকার বিপক্ষে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন ওপেনার লিটন কুমার দাস। সফরকারীদের পক্ষে শ্যাল্ডন কোট্রেল নেন সর্বোচ্চ ২টি উইকেট।


এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই উইন্ডিজ বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। হাত খুলে খেলে ৪ ওভারেই ৪২ রান যোগ করেন দুজন। ইনিংসের তৃতীয় ওভারে রানের খোঁজে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ফ্যাবিয়ান অ্যালেনের হাতে কভার অঞ্চলে ক্যাচ দিয়ে বসেন তামিম। কিন্তু সেই ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন তিনি। একই ওভারে স্ট্রাইকে এসে জোড়া বাউন্ডারি হাঁকান লিটন।


জীবন পেলেও সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হন তামিম। এরপরের ওভারে ফ্যাবিয়ান অ্যালেনকে উইকেট দিয়ে বসেন তিনি। দলীয় ৪২ রানে মিডউইকেট অঞ্চলে উরিয়ে মারতে গিতে শ্যাল্ডন কোট্রেলের হাতে ক্যাচ দিয়ে বসেন তামিম। ১৬ বলে ১৫ রান আসে তাঁর ব্যাট থেকে। 


তামিম ফিরলেও সৌম্যকে সঙ্গে নিয়ে উন্ডিজ বোলারদের উপর তান্ডব চালান লিটন দাস। পাঁচ বাউন্ডারি এবং চার ছক্কার সাহায্যে ডানহাতি এই ব্যাটসম্যান ২৬ বলে তুলে নেন ফিফটি। লিটনের পাশাপাশি সৌম্য সরকারও আগ্রাসী মনোভাবে ব্যাট করতে থাকেন। 


promotional_ad

দুজনের ব্যাটে দলীয় ১০০ পার করে বাংলাদেশ। নিজেদের মধ্যে অর্ধশত রানের জুটিও গড়ে তুলেন এই ব্যাটসম্যান। কিন্তু ব্যক্তিগত ৩২ রানে শ্যাল্ডোন কোট্রেলকে কভার অঞ্চল দিয়ে উড়িয়ে মারতে গিয়ে কার্লোস ব্র্যাথওয়েটের অসাধারণ ক্যাচে বিদায় নেন সৌম্য। একই ওভারের শেষ বলে লিটনকে ৬০ রানে বোল্ড করে সাজঘরে ফেরান এই পেসার।


খানিক পর ১ রানে মুশফিকও বিদায় নেন। ৪ উইকেট হারালেও অধিনায়ক সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে রানের চাকা সচল রাখে বাংলাদেশ দল। ১২০ রানে ৪ নম্বর উইকেট হারালেও এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর করে দলীয় ১৫০ পার করে টাইগাররা।


সরফকারী বোলারদের বিপক্ষে চড়াও হয়ে খেলে ইনিংসের ১৬তম ওভারে ১৯ রান এবং ১৭তম ওভারে ২০ রান স্কোরবোর্ডে যোগ করেন সাকিব এবং রিয়াদ। কার্লোস ব্র্যাথওয়েটের দলের উপর ব্যাটিং তান্ডব চালিয়ে ১৮.৪ ওভারে দলীয় ২০০ রানের পুঁজি পায় বাংলাদেশ।


শেষ আট ওভারে এই দুই ব্যাটসম্যান মিলে যোগ করেন ৯১ রান। ৪১ বলে ৮৯ রানের জুটি গড়েন দুজন। সাকিব ২৬ বলে ৪২ এবং রিয়াদ ২১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য সফরকারী উইন্ডিজদের লক্ষ্য গিয়ে দাঁড়ায় ২১২ রান।  


সংক্ষিপ্ত স্কোরঃ 


বাংলাদেশঃ ২১১/৪ (২০ ওভার) 


(লিটন দাস ৬০, সাকিব ৪২*, মাহমুদুল্লাহ রিয়াদ ৪৩*), শ্যাল্ডন কোট্রেল (২/৩৮) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball