promotional_ad

নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিলো মেলবোর্ন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


চলমান বিগ ব্যাশ লীগের (বিবিএল) দ্বিতীয় ম্যাচে পার্থ স্কোর্চার্সের বিপক্ষে প্রথম জয় পেয়েছে মেলবোর্ন রেনেগেডস। বিবিএলের ইতিহাসে প্রথমবারের মত স্কোর্চার্সকে ৪ উইকেটে হারিয়েছে তারা। মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতে টসে জিতে পার্থ স্কোর্চার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন মেলবোর্ন অধিনায়ক টম কুপার।


এরপর বোলিং করতে নেমে মিচেল মার্শের স্কোর্চার্সকে এক ওভার বাকি থাকতেই মাত্র ১০৩ রানে অলআউট করে দিতে সক্ষম হয় মেলবোর্ন। দলটির পক্ষে সবথেকে সফল বোলার ছিলেন ড্যানিয়েল ক্রিস্টিয়ান এবং কেন রিচার্ডসন। এই দুই বোলারই তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৩টি করে উইকেট। ক্রিস্টিয়ান মাত্র রান খরচ করেছেন ২২টি, যেখানে রিচার্ডসন রান দিয়েছেন ২৩টি। 


এছাড়াও দারুণ বোলিং করেছেন উসমান খান শিনওয়ারি এবং জ্যাক ওয়াইল্ডারমুথ। তারা উভয়ই শিকার করেছেন দুটি করে উইকেট।মেলবোর্নে বোলারদের তোপে সর্বোচ্চ ২৮ রান করতে পেরেছেন মাইকেল ক্লিঙ্গার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান এসেছে অ্যাস্টন টার্নারের ব্যাট থেকে। 



promotional_ad

মাত্র ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমেও অবশ্য বিপদে পড়তে হয়েছিলো মেলবোর্ন রেনেগেডসকে। জ্যাসন বেহরেনডরফ, এন্ড্রু টাই এবং নাথান কুল্টার নাইলের দারুণ বোলিংয়ে জয় তুলে নিতে ৬ উইকেট খোয়াতে হয় তাদের। তিন বোলারই তুলে নিয়েছেন প্রতিপক্ষের দুটি করে উইকেট। 


অবশ্য এর পরেও দলকে রক্ষা করতে পারেননি তারা। স্যাম হারপারের ৩৬ এবং আফগান মোহাম্মদ নবীর ৩৫ রানই মেলবোর্নের জয় নিশ্চিত করে দিয়েছিলো। ৮৬ রানের মাথায় হারপার আউট হলেও পরবর্তীতে ড্যানিয়েল ক্রিস্টিয়ান এবং উইল সাদারল্যান্ডের ব্যাটে জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় মেলবোর্ন। জয় তুলে নিতে ১৫.২ ওভার পর্যন্ত ব্যাটিং করে তারা। 


সংক্ষিপ্ত স্কোরঃ 


পার্থ স্কোর্চার্সঃ ১০৩/১০ (১৯ ওভার)  (ক্লিঙ্গার-২৮, টার্নার-১৩; ক্রিস্টিয়ান-৩/২২, রিচার্ডসন-৩/২৩) 



মেলবোর্ন রেনেগেডসঃ ১০৭/৬ (১৫.২ ওভার)  (হারপার- ৩৬, নবী- ৩৫; বেহরেনডরফ- ২/১৭, কুল্টার নাইল- ২/২২)


ফলাফলঃ মেলবোর্ন ৪ উইকেটে বিজয়ী।


টসঃ মেলবোর্ন রেনেগেডস (ফিল্ডিং) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball