ভারত-অস্ট্রেলিয়ার পার্থক্য হবেন লায়নঃ ভন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম টেস্টে হারের পর দ্বিতীয়টি জিতে অবশ্য সিরিজে ১-১ ব্যবধানে সমতা এনেছে অস্ট্রেলিয়া। সিরিজে সমতা বিরাজ করলেও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন শেষ পর্যন্ত চার মাচ সিরিজে জয়ী হবে স্বাগতিক অস্ট্রেলিয়াই। সিরিজে ভারত এবং অস্ট্রলিয়ার মূল পার্থক্য গড়ে দিবেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন।
তাঁর ঘূর্ণির কাছেই সিরিজ হেরে বসতে পারে ভিরাট কোহলিরা। বৃহস্পতিবার টুইটারে এক টুইটের মধ্য দিয়ে এমনই জানিয়েছেন ইংল্যান্ডের অ্যাশেজ জয়ী এই অধিনায়ক।

এখন পর্যন্ত দুই টেস্ট মিলিয়ে ১৬ উইকেট নিয়েছেন লায়ন। চলতি সিরিজে ভারতের ব্যাটসম্যানরা তাঁকে সতর্কতার সাথে খেললেও দারুন বলিং করে ঠিকই বিপদে ফেলেছেন কোহলি-রাহানেদের। লায়নের পারফর্মেন্স দেখে চলতি সিরিজে ধারাভাষ্যের দায়িত্বে থাকা ভন জানান,
'অস্ট্রেলিয়া ছেঁড়ে যাচ্ছি, যাওয়ার আগে বলতে চাই সিরিজটা অস্ট্রেলিয়াই জিতবে। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে শেষ পর্যন্ত পার্থক্য হয়ে থাকবেন স্পিনার নাথান লায়ন। যাই হোক ঠাণ্ডার দেশে ফিরে যাচ্ছি, জানুয়ারির শুরুতে আবারও দেখা হবে।'
অ্যাডিলেডে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়ে সিরিজে ১-০তে লিড নিয়েছিল টিম ইন্ডিয়া। মাচ জিতলেও অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়নের বিপক্ষে দুই ইনিংসে আউট হয়েছিলেন ভারতের ৮ ব্যাটসম্যান।
দ্বিতীয় টেস্টেও ভারতের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিয়েছেন এই স্পিনার। তাঁর ঘূর্ণির সামনেই দাঁড়াতে পারে নি ভিরাট কোহলির দল। দুই ইনিংসে ৮ উইকেট শিকার করে পার্থে অস্ট্রেলিয়াকে ১৪৬ জয় এনে দেয়ার পাশাপাশি সিরিজে সমতা আনতে সাহায্য করেন এই ডানহাতি স্পিনার।