সিরিজে ফেরার মিশনে টসে পরাজিত বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট। 


বাংলাদেশের চেয়ে টি টুয়েন্টি ক্রিকেটে শক্তিমত্তার দিক থেকে অনেকটাই এগিয়ে আছে সফরকারী উইন্ডিজ। প্রথম টি টুয়েন্টিতে টাইগারদের উড়িয়ে দিয়ে তারই প্রমাণ দিয়েছে তারা।  


সুতরাং আজ সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামছে ক্যারিবিয়ানরা। অপরদিকে বাংলাদেশ আজ যেকোনো মূল্যেই সিরিজে ফিরতে চাইবে।  


promotional_ad

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশের ১২৯ রানের জবাবে খেলতে নেমে ৫৫ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নিয়েছিলো উইন্ডিজরা।


মুখোমুখিঃ


এখন পর্যন্ত সিলেটের ম্যাচটি সহ মোট ১০টি ম্যাচে মুখোমুখি হয়েছে উইন্ডিজ এবং বাংলাদেশ। যার মধ্যে উইন্ডিজরা জিতেছে ৫টি ম্যাচে (সর্বশেষ সিলেটে)। আর ৪টি জয় পেয়েছে বাংলাদশ। আর একটিতে কোনও ফলাফল আসে নি। উইন্ডিজদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ দুটি জয় এসেছিলো গত ক্যারিবিয়ান সফরে। 


বাংলাদেশ স্কোয়াডঃ 


সাকিব আল হাসান (অধিনায়ক), আবু হায়দার রনি, আরিফুল হক, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, সৌম্য সরকার, তামিম ইকবাল। 


উইন্ডিজ স্কোয়াডঃ


কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, শিমরন হেটমায়ার, শাই হোপ, এভিন লুইস, কিমো পল, খারি পিয়েরে, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দীনেশ রামদিন, শিরফানে রাদারফোর্ড, ওশানে থমাস, কেসরিক উইলিয়ামস। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball