promotional_ad

ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে টম লাথাম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৬৪ রানে অপরাজিত ছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ক্যারিয়ার সেরা এই ইনিংসের পর আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়েও দারুণ উন্নতি হয়েছে তাঁর।  


আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৫ ধাপ এগিয়ে বর্তমানে টেস্ট ক্যারিয়ারের সেরা র‍্যাংকিং ২২তম স্থানে উঠে এসেছেন লাথাম। এই কিউই ওপেনার ছাড়াও টেস্টের দ্বিতীয় ইনিংসে শতক হাঁকানোর সুবাদে র‍্যাংকিংয়ে এগিয়েছেন লঙ্কান অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং কুশল মেন্ডিসও।


৮ ধাপ এগিয়ে ম্যাথিউসের অবস্থান বর্তমানে ১৬তম। যেখানে কুশলের উন্নতি হয়েছে দুই ধাপ। ১৮তম স্থানে আছেন তিনি এই মুহূর্তে। সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয়তে থাকা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের রেটিং পয়েন্টও বৃদ্ধি পেয়েছে এই ম্যাচটি শেষে। ওয়েলিংটনে ব্যাট হাতে ৯১ রানের ইনিংস খেলার কল্যাণে তাঁর রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১৫।  



promotional_ad

অবশ্য শুধু ব্যাটসম্যানেরাই নয়, এই টেস্ট থেকে উন্নতি ঘটেছে বোলারদেরও। ওয়েলিংটন টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট শিকার করায় চার ধাপ এগিয়েছেন কিউই পেসার টিম সাউদি। বর্তমানে টেস্ট বোলারদের র‍্যাংকিংয়ে তাঁর অবস্থান ১১তম। অপরদিকে লঙ্কান পেসার লাহিরু কুমারা ৪ উইকেট শিকার করায় ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৩তম স্থানে। 


এদিকে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার পার্থ টেস্ট শেষে রেটিং পয়েন্ট বেড়েছে শীর্ষ স্থান ধরে রাখা ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলির। অজিদের বিপক্ষে শতক হাঁকানো কোহলি ১৪টি পয়েন্ট সংগ্রহ করেছেন এই ম্যাচ থেকে। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৯৩৪। উইলিয়ামসনের থেকে তাঁর পয়েন্টের ব্যবধান ১৯।  


এছাড়াও ব্যাটসম্যানদের মধ্যে উসমান খাওয়াজা এক ধাপ এগিয়ে ১২তে, অধিনায়ক টিম পেইন নয় ধাপ এগিয়ে ৪৬ এ এবং ট্রাভিস হেড ১৬ ধাপ এগিয়ে ৬৩তে উঠে এসেছেন। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে আরও এগিয়েছেন ভারতীয় সহঅধিনায়ক আজিংকা রাহানে এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান রিশাভ পান্ট।


দুইটি ধাপ এগিয়ে রাহানে আছেন এখন ১৫ নম্বরে। যেখানে পান্টের অবস্থান ১১ ধাপ এগিয়ে ৪৮তমতে। যা তাঁর ক্যারিয়ার সেরা র‍্যাংকিং। পার্থ টেস্টের পর উন্নতি ঘটেছে বোলারদের র‍্যাংকিংয়েও।



টেস্টে ৮ উইকেট শিকার করা অজি স্পিনার নাথান লায়ন ক্যারিয়ার সেরা সপ্তমে অবস্থান করছেন। এর আগের বছরের অক্টোবরেও অবশ্য এই অবস্থানে উঠেছিলেন তিনি। এছাড়াও পেসার জস হ্যাজেলউড দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন নয় নম্বর অবস্থানে এবং আরেক পেসার মিচেল স্টার্ক এক ধাপ এগিয়ে ১৫তম স্থানটি নিজের করে নিয়েছেন। 


এদিকে দুই ভারতীয় পেসার মোহাম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাহও উন্নতি করেছেন র‍্যাংকিংয়ে। পার্থ টেস্টের পর দুই ধাপ এগিয়ে ২৪তম স্থানে উঠে এসেছেন শামি। যেখানে বুমরাহ ৫ ধাপ উপরে উঠে এসেছেন। বর্তমানে ২৮তম অবস্থানে আছেন তিনি।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball