promotional_ad

গম্ভীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বুধবার দিল্লির একটি কোর্ট সদ্য সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সমন অগ্রাহ্য করা এবং আদালতে হাজিরা না দেয়ার কারণে এই পরোয়ানা জারি করেছে কোর্ট। 


গম্ভীরের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠার পর তাঁকে আদালতে নির্দিষ্ট সময় হাজিরা দিতে বলা হয়েছিলো। কিন্তু তিনি তা অগ্রাহ্য করায় স্থানীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনীশ খুরানা গম্ভীরকে এই গ্রেফতারি পরোয়ানা পাঠান। এই প্রসঙ্গে খুরানা বলেছেন,  



promotional_ad

'বিষয়টি হলো গৌতম গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরেও তিনি আদালতে নিয়মিতভাবে হাজিরা দেননি। এমনকি শুনানির শেষ তারিখ পর্যন্ত তিনি কোনও আবেদন করেননি। এই কারণে তাঁকে ১০ হাজার রুপির একটি জামিনযোগ্য পরোয়ানা প্রদান করা হয়েছে।'


ভারতের গাজিয়াবাদের উন্দ্রপুরী এলাকায় একটি রিয়েল স্টেট কোম্পানির পরিচালক এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন গম্ভীর। কিন্তু তাঁর দায়িত্বে থাকার সময় নিজস্ব ফ্ল্যাট বুঝে পাননি ১৭ জন ব্যক্তি। ফলে সাবেক এই ক্রিকেটারের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন তারা। 


তারা অভিযোগ করেছেন এই রিয়েল স্টেট কোম্পানির একটি প্রকল্পে ১.৯৮ কোটি রুপি বিনিয়োগ করার পরেও কোনও ফ্ল্যাট দেয়া হয়নি তাদেরকে। এই কারণে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হয়েছেন এই ব্যক্তিরা। 



তাদের অভিযোগের প্রেক্ষিতে শুধু গম্ভীরকেই সমন দেয়া হয়নি, পাশাপাশি প্রতিষ্ঠানটির দুই শীর্ষ কর্মকর্তা মুকেশ খুরানা ও গৌতম মেহেতার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হয়েছে।


উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতীয় ব্যাটসম্যান গৌতম গম্ভীর। অবসরের পর পরই নতুন ঝামেলায় জড়িয়ে গেলেন এই ওপেনিং ব্যাটসম্যান। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball