কোহলি-শাস্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন গাভাস্কারের

ছবি: ভিরাট কোহলি ও রবি শাস্ত্রী; ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে ১৪৬ রানের বড় পরাজয়ের পর ভারতীয় ক্রিকেট দলের কোচ ও অধিনায়কের কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সূনীল গাভাস্কার।
তিনি কোহলি ও রবি শাস্ত্রীর ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। গাভাস্কার মনে করেন ভারত যদি সিরিজের শেষ দুই টেস্ট জিততে না পারে তবে এই অধিনায়ক, কোচ ও স্টাফদের রেখে কোনো লাভ হচ্ছে কিনা তা নিয়ে ভাবতে হবে নির্বাচকদের।

'ভারত যদি পরের দুই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে না পারে যাদের ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ নেই, তবে নির্বাচকদের ভাবতে হবে এই অধিনায়ক, কোচ ও সাপোর্ট স্টাফকে রেখে সত্যি কোনও লাভ হচ্ছে কিনা।'
পার্থ টেস্টে খেলা ভারতের একাদশ নিয়েও সমালোচনা করেছেন তিনি। এই ম্যাচে একা ৮ উইকেট দখল করে ম্যাচ সেরা হয়েছিলেন অজি স্পিনার নাথান লায়ন।
অন্যদিকে, ভারত কোনো বিশেষজ্ঞ স্পিনার খেলায়নি। চলতি বছরের গোড়ায় দক্ষিণ আফ্রিকা সফরেও একই ধরণের ভুল করেছিল ভারত সেটা মনে করিয়ে দিয়েছেন গাভাস্কার।
'দক্ষিণ আফ্রিকা সফর থেকেই দেখছি, দল নির্বাচনে ভুল করার জন্যই যে টেস্টগুলো জিততে পারতাম, সেগুলো হেরে গিয়েছি।'