promotional_ad

ঢাকায় টাইগার একাদশে ফিরছেন রুবেল?

রুবেল হোসেন, সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিলেটে হারের পর ঢাকার মাঠে সিরিজে ঘুরে দাঁড়াতে মাঠে নামবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটা অনেকখানি নির্ভর করবে উইকেটের উপর।


তবে টপ অর্ডারে কোন পরিবর্তন আসার সম্ভাবনা নেই দ্বিতীয় ম্যাচে। ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে থাকবেন লিটন দাস। তিন নম্বরে দায়িত্ব পালন করবেন সৌম্য সরকার।


আগের ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হলেও এই ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো সূচনা এনে দেয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন। আগের ম্যাচে পাঁচ নম্বরে নামলেও ঢাকার মাঠে চার নম্বরে নামার জোর সম্ভাবনা রয়েছে মুশফিকের।


promotional_ad

যদি মুশফিক চারে না নামেন তাহলে সাকিব আল হাসান আগের ম্যাচের মতো চার নম্বরে নামবেন। লোয়ার মিডেল অর্ডারে ছয় নম্বর পজিশনে থাকবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। 


গত ম্যাচে দীর্ঘদিন পর একাদশে সুযোগ পেয়ে আরিফুল হক নিজের কাজটা ঠিকভাবে করতে পারেন নি। তবে নিজেকে মেলে ধরতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন তিনি। 


উইকেট থেকে বোলাররা যদি সহায়তা পান তাহলে একাদশে বাড়তি বোলার যোগ করতে পারে টিম ম্যানেজম্যান্ট। তাই রুবেল হোসেন অথবা নাজমুল ইসলাম অপুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। 


পেস বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমানের সঙ্গে জুটি বাঁধার জোর সম্ভাবনা রয়েছে রুবেল হোসেনের। সিলেটে সুযোগ পেলেও বল হাতে পারফর্ম করতে না পারায় আবু হায়দার রনির পরিবর্তে একাদশে ফিরতে পারেন রুবেল।


বোলিং অলরাউন্ডার হিসেবে আগের ম্যাচের মতো এই ম্যাচের একাদশেও থাকবেন সাইফুদ্দিন এবং মেহেদি হাসান মিরাজ। সিলেটের মতো ঢাকাতেও ৭ ব্যাটসম্যান ৪ বোলার ফর্মুলায় মাঠে নামতে পারে বাংলাদেশ দল। 


বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দদিন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন/আবু হায়দার রনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball