আইপিএলে দল পেলেন গতিতারকা থমাস

ছবি: ছবিঃ- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের জয়পুরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন আইপিএলের জন্য প্রাথমিকভাবে দেশি-বিদেশি ১০০৩ জন ক্রিকেটারের নাম নিবন্ধিত করা হয়েছিল।
সেখান থেকে ১৮ই ডিসেম্বর অনুষ্ঠিত এই নিলামের জন্য ৩৫১ জন ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। যেখানে ২৩১ জন ভারতীয় এবং ১২০ জন বিদেশি ক্রিকেটারকে রাখা হয়েছে।
রেকর্ড পরিমাণ মূল্যে দল পেলেন দুই ভারতীয় বোলার ভরুন চক্রবর্তী ও জয়দেব উনাদকাট। বিদেশীদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মূল্যে দল পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান।
এছাড়াও দল পেয়েছেন শ্রীলঙ্কান বর্তমান অধিনায়ক লাসিথ মালিঙ্গা, মুম্বাইতে জায়গা মিলেছে তাঁর। নতুন দলে ডাক পেয়েছেন ভারতীয় ডানহাতি পেসার মোহাম্মদ শামি। গতবার দিল্লীর হয়ে খেললেও এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন তিনি।
উইন্ডিজ টি-টুয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট ও তরুণ ক্রিকেটার শিমরণ হেটমায়ারও দল পেয়েছেন। দল পেয়েছেন ভারতের টেস্ট ক্রিকেটার হানুমা বিহারীও।

সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ দলে ভিড়িয়েছে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। নিজেদের পুরানো উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকেও পুনরায় দলে ভিড়িয়েছে তাঁরা।
ডেল স্টেইন, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যালেক্স হেলস, যুবরাজ সিং, ব্রেন্ডন ম্যাককালামদের মতো দল পাননি মুশফিকুর রহিম। প্রথম দফায় নিলামে যারা অবিক্রীত থাকবেন তাঁদের শেষ মুহূর্তে আবারও নিলামে তোলা হবে।
নিলামের আপডেট...
চেন্নাই সুপার কিংসঃ মোহিত শর্মা (৫ কোটি রুপি)
দিল্লি ক্যাপিটালসঃ হানুমা বিহারী (২ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৫ কোটি রুপি), ইশান্ত শর্মা (১.১ কোটি রুপি), অঙ্কুশ বাইন্স (২০ লক্ষ্য রুপি), নাথু সিং (২০ লক্ষ্য রুপি), কলিন ইনগ্রাম (৬.৪ কোটি রুপি), শারফানে রাদারফোর্ড (২ কোটি রুপি)
কিংস ইলেভেন পাঞ্জাবঃ মোসেস হেনরিকস (১ কোটি রুপি), নিকোলাস পুরান (৪.২ কোটি রুপি), মোহাম্মদ শামি (৪.৮ কোটি রুপি), সরফরাজ নওসাদ খান (২৫ লক্ষ্য রুপি), ভরুন চক্রবর্তী (৮.৪ কোটি রুপি ), স্যাম কারান (৭.২ কোটি রুপি), হারদুস ভিলজয়েন (৭৫ লক্ষ্য রুপি)
কলকাতা নাইট রাইডার্সঃ কার্লোস ব্র্যাথওয়েট (৫ কোটি রুপি), লকি ফারগুসন (১.৬ কোটি রুপি), অনরিচ নর্তযে (২০ লক্ষ্য রুপি)
মুম্বাই ইন্ডিয়ান্সঃ লাসিথ মালিঙ্গা (২ কোটি রুপি), আনমল প্রিত সিং (৮০ লক্ষ্য রুপি), বারিন্দার স্রান (৩.৪ কোটি রুপি)
রাজস্থান রয়্যালসঃ জয়দেব উনাদকাট (৮.৪ কোটি রুপি ),বরুন অরুন (২.৪ কোটি রুপি), ওশান থমাস (১.১০ কোটি রুপি)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুঃ শিমরণ হেটমায়ার (৪.২ কোটি রুপি), গুরকিনাত সিং মান (৫০ লক্ষ্য রুপি), শিভাম ডুবে (৫ কোটি রুপি), দেবদূত পাডিকেল (২০ লক্ষ্য রুপি), হেনরিক ক্ল্যাসেন (৫০ লক্ষ্য রুপি)
সানরাইজার্স হায়দ্রাবাদঃ জনি বেয়ারস্টো (২.৪ কোটি রুপি), ঋদ্ধিমান সাহা (১.২ কোটি রুপি)