অস্ট্রেলিয়া জয় করবে কোহলি, প্রত্যাশা রিচার্ডসের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজটি জিততে পারলে তা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলির জন্য অনেক বড় অর্জন হবে মনে করেন কিংবদন্তী ক্যারিবিয়ান ক্রিকেটার স্যার ভিভিয়ান রিচার্ডস। এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে উপমহাদেশের বাইরে একটি টেস্ট সিরিজও জিততে পারেননি কোহলি।
চলতি বছর দক্ষিণ আফ্রিকা সফরে ২-১ এ সিরিজ হেরেছিলো কোহলির নেতৃত্বাধীন ভারত। এরপর গত অগাস্টে ইংল্যান্ড সফরেও ৪-১ এ সিরিজ হারতে হয়েছিলো ভারতকে। তবে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই খরা দূর করার সুযোগ সৃষ্টি হয়েছে কোহলির সামনে। বরাবরই কোহলির বন্দনায় মেতে থাকা রিচার্ডস তাই স্টার স্পোর্টসকে প্রদান করা এক সাক্ষাৎকারে বলেছেন,

'ওহ! সে (কোহলি) আমার ফেভারিট ক্রিকেটারের তালিকাতেই থাকছে। সে একজন ছোটখাট মানুষ হলেও তাঁর সামর্থ্য অনেক বেশি। সে একজন দুর্দান্ত ক্রিকেটার যে কিনা অত্যন্ত আক্রমণাত্মক ক্রিকেট খেলে। সে যদি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিততে পারে তাহলে অসাধারণ একটি সময় সে অতিবাহিত করতে পারবে।'
বর্তমান ক্রিকেট বিশ্বে ভারতীয় ক্রিকেটাররা মাঠের লড়াইয়ে বেশ আক্রমণাত্মক ক্রিকেটই খেলে থাকে। শুধু ব্যাট বলের লড়াইয়েই নয়, কথার লড়াইয়েও এগিয়ে আছে তারা অনেক দলের থেকেই। অথচ এই ভারতীয় দলই পূর্বে বেশ ম্রিয়মাণ থাকতো মাঠে।
ভিরাট কোহলির মতো একজন অধিনায়কের নেতৃত্বে সেই দলটিতেই পরিবর্তন এসেছে অনেকটা। প্রতিপক্ষের বিপক্ষে কথার লড়াইয়ে জড়াতেও তারা দ্বিধা করে না এখন। আর এই মানসিকতার কারণেই ভিভ রিচার্ডসের বাহবা পাচ্ছে কোহলির নেতৃত্বাধীন ভারত দল,
'আমি সেই দিনগুলোর কথা মনে করছি যখন তারা (ভারতীয়রা) ভিতু ছিলো। তবে এখন আর সে এমনটা নেই। আপনি যদি তাদের সাথে কথার লড়াইয়েও যেতে চান, তারা এখন আপনাকে তা ফিরিয়ে দিবে। এটি তখনই হবে যখন আপনার একজন শক্তিশালী অধিনায়ক থাকবে এবং জুনিয়ররা তাঁকে অনুসরণ করবে। আমি বোঝাপড়ার এই মানসিকতাকে পছন্দ করি। এই কারণে ভিরাটের মতো একজন শক্ত অধিনায়ক প্রয়োজন,' বলেছেন ক্যারিবিয়ান কিংবদন্তী এই ক্রিকেটার।