মেলবোর্ন টেস্টে ফিরছেন মার্শ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের একাদশে সুযোগ পেতে পারেন অলরাউন্ডার মিচেল মার্শ। মার্শকে জায়গা দিতে বাদ পড়তে পারেন মিডেল অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব।
অ্যাডিলেড ও পার্থ টেস্টে চার ইনিংসে ব্যাট করে যথাক্রমে ৩৪, ১৪, ৭ ও ১৩ রানের ইনিংস খেলেছেন তিনি। ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় মেলবোর্ন টেস্টের একাদশ থেকে হ্যান্ডসকম্বের বাদ পড়ার সম্ভাবনা বেশি।

সেই সঙ্গে মেলবোর্নের উইকেট বিবেচনায় একজন বাড়তি পেসার খেলানোর চিন্তা ভাবনা থেকেই মার্শকে একাদশে রাখার চিন্তা ভাবনা করছে অজিরা। পার্থে জয়ের পর অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার ফক্স স্পোর্টসকে জানান,
'উইকেটের উপরই অনেক কিছু নির্ভর করবে। এমসিজির উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে। গত বছরও এমসিজির উইকেট নিয়ে অনেক কথা হয়েছিল। তাই আমরা অপেক্ষা করব। সব বিভাগ পূরণ করার মতো স্কোয়াড আছে আমাদের।'
অ্যাডিলেড টেস্টে হারের পর পার্থে ভারতকে ১৪৬ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে অস্ট্রেলিয়া। ২৬ তারিখ মেলবোর্নে বক্সিং-ডে টেস্টে সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে মাঠে নামবে টিম পেইনের দল।
শেষ দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া স্কোয়াডঃ
প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কাস হ্যারিস, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, টিম পেইন, পিটার সিডল, মিচেল স্টার্ক।