মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলেন জহির খান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের মৌসুমের (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগ দিয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক পদে দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার আইপিএলের ১২তম আসরের নিলাম অনুষ্ঠিত হবে। যেখানে মুম্বাইয়ের কর্ণধার নিতা আম্বানি এবং আকাশ আম্বানির সঙ্গে থাকবেন জহির। জয়পুরে বাংলাদেশ সময় বিকেল তিনটায় শুরু হবে ক্রিকেটারদের নিলাম।

এর আগে ২০০৯, ২০১০ এবং ২০১৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল মাতিয়েছিলেন জহির। মুম্বাইয়ের হয়ে ৩০ ম্যাচে ২৯ উইকেট নিয়েছিলেন সাবেক এই পেসার।
এদিকে আসন্ন আইপিএলের জন্য মোট ১৮জন ক্রিকেটারকে ধরে রেখেছিল মুম্বাই। তবে গেল আসরে মুম্বাইয়ের জার্সিতে খেলা বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল মৌসুমের জন্য ধরে রাখে নি দলটি।
মুস্তাফিজকে ছেড়ে দিলেও আসন্ন মৌসুমের জন্য কাইরন পোলার্ড, বেন কাটিং, এভিন লুইসদের মতো বিদেশি তারকাদের ধরে রেখেছে তিন বারের চ্যাম্পিয়নরা। গেল কয়েক আসরের মতো আসন্ন আসরেও দলটির নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা।
মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), হার্ডিক পান্ডিয়া, জসপ্রিত বুমরাহ, ক্রুনাল পান্ডিয়া, ইশান কিশান (উইকেট রক্ষক), সূর্যকুমার যাদব, মায়াঙ্ক মারকান্ডে, রাহুল চাহার, অনুুকুল রয়, সিদ্দেশ লাড, আদিত্য টারে, কুইন্টন ডি কক, কিরন পোলার্ড, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনাগান, ইভিন লুইস, অ্যাডাম মিলনে, জেসন বেহরেনড্রফ।