র্যাংকিংয়ে ১৭ ধাপ এগোলেন শাই হোপ!

ছবি: শাই হোপ, সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে টানা দুটি শতক হাঁকিয়ে আইসিসি র্যাংকিংয়ে উন্নতি ঘটেছে উইন্ডিজ ওপেনার শাই হোপের।
আইসিসি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে অষ্টম অবস্থানে উঠে এসেছেন এই ক্যারিবিয়ান। ২৫ বছর বয়সী হোপ গত সিরিজে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।

তিন ম্যাচে দুটি শতক সহ মোট ২৯৭ রান সংগ্রহ করেছিলেন তিনি। সিরিজ সেরার পুরস্কার পাওয়ার পর এবার র্যাংকিংয়েও উল্মফন হলো তাঁর।
এদিকে বোলারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে উইন্ডিজদের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৪ উইকেট শিকার করা পেসার ওশানে থমাস ২৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৪৬তম অবস্থানে।
যেখানে আরেক পেসার কি??ো পল ৪ উইকেট নিয়ে ৫৩ ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ১৭৯তমতে।
এখন পর্যন্ত উইন্ডিজ বোলারদের মধ্যে র্যাংকিংয়ে সবথেকে এগিয়ে আছেন স্পিনার অ্যাশলে নার্স। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি মিস করা নার্স বর্তমানে আছেন ৩৮তমতে।
উল্লেখ্য আইসিসি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ের শীর্ষে আছেন ভারতীয় ব্যাটসম্যান ভিরাট কোহলি এবং বোলারদের তালিকায় শীর্ষ আছেন পেসার জাসপ্রিত বুমরাহ।