বিগ ব্যাশের সাফল্য বিপিএলে ধরে রাখতে চান বেল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে বড় অবদান রাখতে চান ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল। ইংল্যান্ড ভিত্তিক টি টুয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্ট এবং বিগ ব্যাশ লীগের পারফর্মেন্স বিপিএলেও ধরে রাখার প্রত্যাশা ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যানের।
২০১৬ সালের বিগ ব্যাশ লীগের আসরে পার্থ স্করচার্সের হয়ে খেলেছিলেন ইয়ান বেল। সেবার ১০ ম্যাচে ৩৩ গড়ে ২৩১ রান সংগ্রহ করেছিলেন তিনি। এরপর গত বছর ইংল্যান্ড ভিত্তিক টি টুয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টেও ব্যাট হাতে ফর্মে ছিলেন তিনি।

বারমিংহ্যাম বিয়ার্সের হয়ে ১৪ ম্যাচে ৫৮০ রান (৪৮.৩৩ গড়) করেছিলেন। বিগ ব্যাশ এবং ভাইটালিটি ব্লাস্টের ফর্ম বিপিএল এবং পিএসএলেও ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে বেল সম্প্রতি বলেছেন,
'আমি বিয়ার্সের হয়ে সাফল্য পেয়েছিলান এবং বিগ ব্যাশে পার্থ স্করচার্সের হয়েও ভালো করেছিলাম। আশা করি ঢাকা ডাইনামাইটস এবং ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে আরও সাফল্য পাবো।'
বিপিএলের পরবর্তী আসরে ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন বেল। বিপিএলের পর পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের জার্সিতে দেখা যাবে তাঁকে। এই দুই টুর্নামেন্টে ভালো করার প্রত্যাশা
ডাইনামাইটস এবং ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ভালো করার ব্যাপারে বেল আরও যোগ করেন, 'আমি উভয় টুর্নামেন্টেই বড় অবদান রাখতে চাই। আমি পুরোটা সময় ধরে শিখছি এবং অভিজ্ঞতা সঞ্চয় করছি যেটি আমি আগামী বছর আবারও বিয়ার্সের হয়ে কাজে লাগাতে পারবো।'