যেসব চ্যানেলে দেখা যাবে আইপিএলের নিলাম অনুষ্ঠান

ছবি: ছবি- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) আগামী আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে জয়পুরে অনুষ্ঠিত হবে এই নিলাম অনুষ্ঠানটি। এই নিলামটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
আইপিএলের এই নিলামের তালিকায় অন্তর্ভুক্ত ক্রিকেটারের সংখ্যা সর্বমোট ৩৪৬ জন। যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে তালিকায় থাকছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তাঁদেরকে নিয়ে মোট বিদেশি সংখ্যা থাকছে ১২০ জন। অপরদিকে নিলামে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ২২৬।
এই নিলামের আগে প্রত্যেক দলই তাঁদের ছেড়ে দেয়া এবং ধরে রাখা ক্রিকেটারের তালিকা পেশ করেছে। আগামীকাল ছেড়ে দেয়া ক্রিকেটারদেরকে পুনরায় দলে ভেড়াতে পারবে দলগুলো।

দেখে নিন আইপিএলের নিলাম অনুষ্ঠান সম্প্রচার করবে যেসব চ্যানেলঃ
স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ এইচডি হিন্দি, স্টার স্পোর্টস ফার্স্ট, স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস সিলেক্ট ১ এবং স্টার স্পোর্টস সিলেক্ট ১ এইচডি।
ভেন্যুঃ
জয়পুর, রাজস্থান
সময়ঃ
বাংলাদেশ সময় বিকেল ৩টা