promotional_ad

বক্সিং ডে টেস্টের স্কোয়াডে আগারওয়াল ও পান্ডিয়া

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টের ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল এবং হার্দিক পান্ডিয়া। মূলত ১৯ বছর বয়সী ভারতীয় ওপেনার পৃথ্বী শ এর পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটতে যাচ্ছে ৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৯.৯৮ গড়ে ৩৫৯৯ রান সংগ্রহ করা ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালের। 


গোড়ালির ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় এরই মধ্যে সিরিজ থেকে ছিটকে যেতে হয়েছে পৃথ্বী শকে। ফলে সিরিজ চলাকালীন সময়েই তাঁকেই ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।



promotional_ad

কিছুদিন আগেও ধারণা করা হচ্ছিলো আসন্ন বক্সিং ডে টেস্টের (২৬শে ডিসেম্বর) আগে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন পৃথ্বী। ভারতীয় কোচ রবি শাস্ত্রীও আশাবাদী ছিলেন তাঁর ফেরার ব্যাপারে। কিন্তু শেষ পর্যন্ত ছিটকেই পড়তে হলো তরুণ এই ওপেনারকে।    


এদিকে আগারওয়াল ছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ফিটনেস প্রমাণ করায় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকেও স্কোয়াডে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে পৃথ্বীর বদলী হিসেবে নাকি অতিরিক্ত ক্রিকেটার হিসেবে পান্ডিয়াকে আনা হচ্ছে সেটি এখনও নিশ্চিত করে জানা যায়নি। 


এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত এশিয়া কাপে পিঠের ইনজুরিতে পড়েছিলেন পান্ডিয়া। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন এই অলরাউন্ডার। সম্প্রতি ওয়ানখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির ম্যাচে ২৮ ওভার বোলিং করে নিজের ফিটনেসের প্রমাণ দেন তিনি। 



বারোদার পক্ষে খেলতে নেমে মুম্বাইয়ের বিপক্ষে সেই ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেন পান্ডিয়া। এরপর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ব্যাট হাতেও এই ম্যাচে ৭৩ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন এই ডান হাতি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball