promotional_ad

এনগিদির পর ছিটকে পড়লেন ফিল্যান্ডার

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


হাতের ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডার। প্রোটিয়া এই পেসারের ছাড়াও হাঁটুর ইনজুরির কারণে সিরিজটিতে খেলা হচ্ছে না লুঙ্গি এনগিদিরও। 


সম্প্রতি গোড়ালির ইনজুরি কাটিয়ে এমজানসি সুপার লীগে ফিরেছিলেন ফিল্যান্ডার। তবে এবার হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পাওয়ায় আবারও ছিটকে পড়তে হলো তাঁকে। ফিল্যান্ডার এবং এনগিদি না থাকায় প্রোটিয়াদের বোলিং আক্রমণ সামলানোর দায়িত্বে থাকবেন ডেল স্টেইন এবং কাগিসো রাবাদা।


পাশাপাশি ২৬ বছর বয়সী ডানহাতি পেসার ডুয়াইন অলিভারও থাকছেন লাইন আপে।ঘরের মাটিতে ২২শে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজে এই তিন পেসারের ওপরেই তাই বেশি ভরসা রাখছেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ওটিস গিবসন। তিনি বলেছেন,  



promotional_ad

'আপনারা আমাদের বর্তমান পরিস্থিতি যদি দেখেন তাহলে স্টেইন, রাবাদা এবং অলিভার আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা শুধুমাত্র তাঁদেরকে সর্বোচ্চটা দিয়ে প্রস্তুত করতে চাই।'


ডেল স্টেইন এবং কাগিসো রাবাদাকে নিয়ে যথেষ্ট আশাবাদী প্রোটিয়া কোচ। এই দুই বোলারের প্রতি আস্থা রেখে তিনি বলেন, 'আমরা দেখেছি ডেল (স্টেইন) কিভাবে এগিয়ে যাচ্ছে। আমি বলতে চাইছি না যে আমরা একটি পরিবর্তন আশা করছি, কারণ সে সর্বদাই আমাদের সেরা বোলারদের একজন, তবে সে তাঁর পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছে এবং আগের মতো পারফর্ম করছে। আর কেজি (রাবাদা) তো সর্বদাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।' 


তবে বর্তমানে প্রোটিয়াদের যে বোলিং আক্রমণ রয়েছে এতে বেশ সন্তুষ্ট গিবসন। তাঁর মতে গত ১৪ মাসে বোলারদের নিয়ে যথাযথভাবে কাজ করার দরুন বেশ কিছু অপশন তৈরি হয়েছে বোলিংয়ে। আর এটাই তাঁকে আশা যোগাচ্ছে আগামীতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে,   


'গত ১৪ মাসে আমরা কিছু বোলিং অপশন নিয়ে কাজ করেছি এবং বর্তমানে আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভালো হয়েছে বলে মনে করছি', বলেন গিবসন। 



ওটিস গিবসন আরও যোগ করেন, 'আমাদের স্টেইন, রাবাদা, ফিল্যান্ডার, এনগিদি এবং অলিভার রয়েছে, যে কিনা দলে আসা যাওয়ার মধ্যে রয়েছে, তবে সর্বদাই সে আমাদের চিন্তায় আছে। যেকোনো ফরম্যাটের ক্রিকেটে একটি ভালো বোলিং অ্যাটাক এটাই হতে পারে। আমার কাজ হলো তাঁদেরকে ফিট এবং সতেজ রাখা যেন তাঁরা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball