ঢাকায়ও সিলেটের ধারাবাহিকতা চান কোট্রেল

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


টেস্ট এবং ওয়ানডে সিরিজে ধারাবাহিক পারফর্মেন্স করেনি সফরকারী উইন্ডিজ দল। টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারের পর ধারাবাহিকতা খুঁজে পেতে কষ্ট হচ্ছিল সফরকারীদের। কিন্তু টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে যাওয়ার দিন কিছুটা হলেও ধারাবাহিকতা ফিরে পেয়েছে ক্যারিবিয়ানরা। এই ধারাবাহিকতা ধরে রেখেই ঢাকার মাঠে সিরিজের বাকি দুই টি-টুয়েন্টি ম্যাচে নামতে চায় উইন্ডিজ দল, জানিয়েছেন ম্যাচ সেরা বোলার শেলডন কোট্রেল।


ওয়ানডে সিরিজে হারের পর দলের খেলোয়াড়দের মধ্যে বৈঠক হয়েছে চলতি সফরে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে। প্রথম ম্যাচে সেটার বাস্তবায়ন করার পর পরের ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য তাঁদের।


promotional_ad

'অবশ্যই, এই ধারাবাহিকতা নিয়েই সিরিজের বাকি দুটি ম্যাচে মাঠে নামতে চাই। ভালো স্মৃতি নিয়ে সফর শেষ করাই লক্ষ্য আমাদের। এগুলো নিয়ে বৈঠক হয়েছে আমাদের মাঝে যে কয়েকটা ম্যাচ জিতে ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে। এই ম্যাচটাই হয়তো পরের দুই ম্যাচে আমাদের আত্মবিশ্বাস দিবে।'


টেস্ট এবং ওয়ানডে সিরিজে দলের সঙ্গে ছিলেন না কোট্রেল। টি-টুয়েন্টি দলের সঙ্গে এখানে এসেই ম্যাচ সেরা পারফর্ম করে দলকে জিতিয়েছেন। কিন্ত এখানের উইকেট সম্পর্কে কোন ধারণা ছিল না তাঁর। 


কোট্রেল এবং তাঁর দলের লক্ষ্য ছিল নিজেদের সেরাটা দেয়ার। সেটা দিয়েছেন বিঁধায় সফলতা নিয়েই মাঠ ছেড়েছে উইন্ডিজ দল। কোট্রেল আরও বলেন,


'উইকেট যে খুব ভালো ছিল তা বলব না। আমরা আমাদের সেটা দিয়েই খেলেছি। আমি জানতামও না উইকেট মন্থর না গতিময় নাকি কেমন হবে। শুধু সেরাটা দিয়েই খেলে গিয়েছি। নিজেদের সেরাটা দিয়েছি বিঁধায় জয় পেয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball