promotional_ad

তবুও ম্যানেজমেন্টের ভরসার নাম আরিফুল

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সিলেটে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানকে ক্ষণিক সময়ের জন্য সঙ্গ দিয়েছিলেন আরিফুল হক। ফ্যাবিয়েন অ্যালেনের বলে লেগ সাইডে উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে তালুবন্দি হন আরিফুল।


উইকেটে থিতু হয়ে ধীরে ধীরে সাকিবের সঙ্গে জুটি গড়ে তোলা আরিফুলের এমন শট আপাতভাবে মেনে না নেওয়া গেলেও টিম ম্যানেজমেন্টের পরিপূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে টাইগারদের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি জানান,



promotional_ad

'তাঁর এই শট খেলা নিয়ে আমি প্রশ্ন তুলছিনা। অধিনায়ক নিজেই মাঠে ছিলেন। তাঁর এবং সাকিবের উপরে দলের পরিপূর্ণ আস্থা ছিল।'


ম্যাকেঞ্জি মনে করছেন, উইন্ডিজ অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটের চাতুর্যপূর্ণ অধিনায়কত্বের কাছেই ধরাশায়ী হয়েছেন আরিফুল। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি আরও জানান,


'আরিফুল আজ ভালো খেলছিল। কিন্তু একটি ওভারেই সে থমকে গিয়েছে। আমার মনে হয় ১৮ বলে ১৭ রান সে ঠিকভাবেই করেছে। প্রতিপক্ষের অধিনায়কত্ব ভালো ছিল। তাঁরা স্কয়ার লেগে ভালো ফিল্ডার দাঁড় করিয়েছিল। যে বলটা তাঁর থেকে দূরে সরে যাচ্ছিলো সে ওটাই খেলেছে। স্কয়ারের পেছনে বড় অংশ খালি ছিল।' 



উল্লেখ্য, আরিফুল হকের একাদশে জায়গা পাওয়া কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। পেস অলরাউন্ডার হলেও ম্যাচে বোলিং করানো হয়না তাঁকে দিয়ে। আবার ফিনিশিংয়ে দলে তাঁর বিকল্প মোহাম্মদ মিঠুনও আছেন ভালো ফর্মে।


এই মুহূর্তে জাতীয় দলের বাইরে আছেন আরও কয়েকজন মানসম্পন্ন ফিনিশার। সম্প্রতি মোসাদ্দেক হোসেন সৈকত ইমার্জিং কাপে রানের ফোয়ারা ছুটিয়েছেন, তিনিও ফিনিশিংয়ে আরিফুলের প্রতিদ্বন্দ্বী।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball