promotional_ad

পার্থে জয়ের সুবাস পাচ্ছে অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পার্থে বর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্ট জিততে শেষদিনে ভারতের প্রয়োজন ১৭৫ রান, হাতে আছে পাঁচ উইকেট। ভারতকে চতুর্থ ইনিংসে ২৮৭ রানের লক্ষ্য ছুড়ে দেয়ার অজিরা চতুর্থ দিনের শেষ বেলায় ভারতের উপরের সারির পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরায়। তিন পেসার জস হ্যাজেলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের সাথে নাথান লায়নের স্পিন ভারতীয় টপ অর্ডারে ধস নামায়। উইকেটের ফাটল, অস্ট্রেলিয়ান বোলারদের তুখোড় বোলিংয়ের বিপক্ষে চতুর্থ ইনিংসে রান তাড়া করার চাপ সামলে সফরকারী ভারতের জয় ছিনিয়ে নেয়া সহজ হবে না। 


চতুর্থ দিনের শেষ বেলায় দ্বিতীয় ইনিংসে ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই লোকেশ রাহুলকে (০) হারায় ভারত। তাঁকে বোল্ড করে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। চেতেশ্বর পূজারাও (৪) টিকতে পারেননি জশ হ্যাজেলউডের সামনে।


অধিনায়ক ভিরাট কোহলি (১৭) ফিরেছেন নাথান লায়নের বলে। এখন পর্যন্ত মোট সাতবার লায়নের বলে ফিরেছেন কোহলি। এতবার কারও বলেই আউট হননি ভারতের অধিনায়ক।    


দলীয় ৫৫ রানে লায়নের বলে ফিরেছেন মুরালি বিজয় (২০)। ভারতের হয়ে দিন শেষ করেছেন হানুমা বিহারি (২৪*) এবং উইকেটরক্ষক রিশভ পান্ত (৯*)। চতুর্থ দিন শেষে ভারত থেমেছে পাঁচ উইকেটে ১১২ রানে।


আগের দিন চার উইকেটে ১৩২ রানে থাকা অস্ট্রেলিয়া এদিনে থেমেছে ২৪৩ রানে। উসমান খাওয়াজা এবং অধিনায়ক টিম পেইন মিলে ৭২ রানের জুটি গড়েন, এতেই ভালো লক্ষ্য দাঁড় করিয়েছে অস্ট্রেলিয়া।



promotional_ad

পেইন ফিরেছেন ১১৬ বলে ৩৭ রান করে। খাওয়াজা করেন ২১৩ বলে পাঁচটি চারে ৭২ রান। এদিনে দুই ভারতীয় পেসার মোহাম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাহ'র দুর্দান্ত বোলিংয়ে দ্রুত ধরাশায়ী হয় অস্ট্রেলিয়া।


শামি নিয়েছেন ৫৬ রান খরচায় ছয়টি উইকেট, তিনটি উইকেট নিয়েছেন বুমরাহ। ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩২৬ রান। ভারতের হয়ে ইশান্ত শর্মা নিয়েছেন চারটি উইকেট।


জবাবে ভিরাট কোহলির সেঞ্চুরিতে ২৮৩ রান সংগ্রহ করে ভারত। অস্ট্রেলিয়ার হয়ে পাঁচটি উইকেট শিকার করেছেন লায়ন।


সংক্ষিপ্ত স্কোরঃ


অস্ট্রেলিয়া প্রথম ইনিংসঃ ৩২৬/১০ 


(হ্যারিস ৭০; ইশান্ত ৪/৪১)



ভারত প্রথম ইনিংসঃ ২৮৩/১০ 


(কোহলি ১২৩, রাহানে ৫১; লায়ন ৫/৬৭)


অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসঃ ২৪৩/১০


(খাওয়াজা ৭২, পেইন ৩৭; শামি ৬/৫৬)
ভারত দ্বিতীয় ইনিংসঃ ১১২/৫ (লক্ষ্য ২৮৭ রান)
(রাহানে ৩০, বিহারি ২৪*; হ্যাজেলউড ২/২৪, লায়ন ২/৩০)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball